বিকাশ অ্যাপে যুক্ত হলো 'রেমিট্যান্স স্টেটমেন্ট' সেবা

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৭ আগস্ট ২০২৫, ১৭:০২

প্রবাসীদের পাঠানো অর্থের ব্যবস্থাপনা আরো সহজ ও স্বচ্ছ করতে বিকাশ অ্যাপে চালু হয়েছে নতুন ‘রেমিট্যান্স স্টেটমেন্ট’ ফিচার। এই সেবার মাধ্যমে গ্রাহকরা যে কোনো সময় তাদের অ্যাকাউন্টে আসা রেমিট্যান্সের বিস্তারিত বিবরণ সংগ্রহ করতে পারবেন, যা ব্যয় পরিকল্পনা ও আয়কর পরিশোধে গুরুত্বপূর্ণ দলিল হিসেবে কাজ করবে।
বিকাশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অ্যাপের ‘রেমিট্যান্স’ আইকনের অধীনে তিনটি ট্যাব রয়েছে- দেশ অনুযায়ী অপারেটর, রেমিট্যান্স স্টেটমেন্ট ও রিসিট। গ্রাহকরা স্টেটমেন্ট ট্যাবে গিয়ে সর্বশেষ ৩০ দিন, ১৮০ দিন, সম্পূর্ণ কর-বছর বা নিজের পছন্দ অনুযায়ী সময়সীমা নির্ধারণ করে স্টেটমেন্ট রিকোয়েস্ট করতে পারবেন। দিনে সর্বোচ্চ দুবার এবং মাসে পাঁচবার রিকোয়েস্ট করা যাবে। ৭২ ঘণ্টার মধ্যে অ্যাপে নোটিফিকেশন আসবে এবং স্টেটমেন্টটি পাসওয়ার্ড-সুরক্ষিতভাবে ডাউনলোড করা যাবে। সবই বিনামূল্যে।
স্টেটমেন্টে থাকবে গ্রহীতার নাম, বিকাশ নম্বর, গ্রহীতার ধরন, সময়সীমা ও ইস্যুর তারিখ। নিচের অংশে দেখা যাবে মোট রেমিট্যান্স লেনদেনের সংখ্যা, মোট ডলার এবং প্রতিটি লেনদেনের বিস্তারিত— তারিখ, সময়, পাঠানো দেশ, সেটেলমেন্ট ব্যাংক, এমটিও এবং বাংলাদেশি টাকায় সমপরিমাণ মূল্য।
বিকাশ জানায়, ৪০ লাখের বেশি অ্যাকাউন্টে বৈধ পথে রেমিট্যান্স এসেছে। বর্তমানে ১৪০টির বেশি দেশ থেকে ১১০টি আন্তর্জাতিক মানি ট্রান্সফার অপারেটরের মাধ্যমে দেশের ২৫টি ব্যাংকে রেমিট্যান্স সেটেলমেন্ট হয়ে দ্রুত পৌঁছায় গ্রাহকের বিকাশ অ্যাকাউন্টে। এই উদ্যোগ বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও দেশের অর্থনীতিকে শক্তিশালী করছে।
তথ্যসূত্র: দৈনিক প্রথম আলো