Logo
×

Follow Us

বাংলাদেশ

যুক্তরাজ্য চেভেনিং স্কলারশিপে ফুল ফান্ডেড বৃত্তির আবেদন শুরু

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৫, ০৯:২২

যুক্তরাজ্য চেভেনিং স্কলারশিপে ফুল ফান্ডেড বৃত্তির আবেদন শুরু

যুক্তরাজ্য সরকারের চেভেনিং স্কলারশিপ হলো একটি আন্তর্জাতিক বৃত্তি প্রকল্প। এ বৃত্তি বিশ্বের বিভিন্ন দেশের মেধাবী ও নেতৃত্বগুণসম্পন্ন শিক্ষার্থীদের জন্য এক বছর মেয়াদি মাস্টার্স ডিগ্রি অর্জনের এক অনন্য সুযোগ। এটি ব্রিটিশ ফরেন অ্যান্ড কমনওয়েলথ অফিস এবং অংশীদার সংস্থাগুলোর অর্থায়নে পরিচালিত হয়।

চেভেনিং স্কলারশিপের আওতায় শিক্ষার্থীরা যুক্তরাজ্যের ১৫০টির বেশি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করতে পারেন। বৃত্তিটি সম্পূর্ণ ফান্ডেড, যার মধ্যে রয়েছে টিউশন ফি, বাসস্থান, যাতায়াত, স্বাস্থ্য বীমা এবং অন্যান্য খরচ। আবেদনকারীদের নেতৃত্বদানের সক্ষমতা, সামাজিক দক্ষতা এবং নিজ দেশে ইতিবাচক প্রভাব রাখার সম্ভাবনা মূল্যায়ন করা হয়।

আবেদনকারীদের অবশ্যই:

- চেভেনিং অংশীদার দেশের নাগরিক হতে হবে

- স্নাতক ডিগ্রি সম্পন্ন থাকতে হবে

- কমপক্ষে দুই বছর (২,৮০০ ঘণ্টা) কাজের অভিজ্ঞতা থাকতে হবে

- IELTS স্কোর ৬.৫ বা তার বেশি থাকতে পারে (বিশ্ববিদ্যালয়ভেদে ভিন্ন হতে পারে)

- যুক্তরাজ্যের তিনটি বিশ্ববিদ্যালয়ে আবেদন করে অফার লেটার সংগ্রহ করতে হবে

আবেদন প্রক্রিয়া অক্টোবর-নভেম্বর মাসে শুরু হয় এবং চেভেনিং ওয়েবসাইটে অনলাইনে আবেদন করতে হয়। প্রাথমিকভাবে নির্বাচিত হলে ঢাকায় ব্রিটিশ হাইকমিশনে সাক্ষাৎকারে অংশ নিতে হয়।

চেভেনিং স্কলারশিপ শুধু উচ্চশিক্ষার সুযোগ নয়, এটি একটি গ্লোবাল নেটওয়ার্কে যুক্ত হওয়ার এবং ভবিষ্যৎ নেতৃত্ব বিকাশের প্ল্যাটফর্ম হিসেবেও কাজ করে।

বিস্তারিত ও আবেদন: www.chevening.org 

Logo