Logo
×

Follow Us

বাংলাদেশ

জাপানে ১ লাখ তরুণ পাঠানোর উদ্যোগ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৫, ০৯:০৯

জাপানে ১ লাখ তরুণ পাঠানোর উদ্যোগ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ঘোষণা দিয়েছেন, আগামী পাঁচ বছরে জাপানে অন্তত এক লাখ বাংলাদেশি তরুণকে পাঠানোর প্রস্তুতি শুরু হয়েছে। মঙ্গলবার রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি বলেন, “তরুণদের সেখানে পাঠানোর জন্য বিশেষ প্রশিক্ষণসহ অন্যান্য ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে”।

তিনি আরো জানান, ইতালি, দক্ষিণ কোরিয়া, সার্বিয়াসহ বিভিন্ন দেশে দক্ষ কর্মী পাঠানোর উদ্যোগও নেওয়া হয়েছে। এই পরিকল্পনার অংশ হিসেবে ভিসা জটিলতা দূর করতে সরকার সক্রিয়ভাবে কাজ করছে। ইতোমধ্যে আরব আমিরাত পুনরায় বাংলাদেশিদের জন্য ভিসা চালু করেছে এবং মালয়েশিয়া কর্তৃপক্ষ প্রথমবারের মতো মাল্টিপল এন্ট্রি ভিসা চালু করেছে।

প্রধান উপদেষ্টা বলেন, “সৌদি আরব, জর্ডান, ওমানসহ বিভিন্ন দেশে নথিপত্রের জটিলতায় যারা ‘ইরেগুলার’ হয়ে পড়েছেন, তাদের রেগুলারাইজ করার ব্যবস্থা নেওয়া হয়েছে।” পাশাপাশি বিদ্যমান দ্বিপক্ষীয় চুক্তিগুলো পর্যালোচনা করে প্রবাসীদের জন্য আরো স্বস্তিদায়ক পরিবেশ তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে।

ভাষণে তিনি আশ্বাস দেন, দেশে এবং বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের সব ধরনের নাগরিক সুবিধা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

এর আগে বিকেল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এক গণসমাবেশে ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করেন অধ্যাপক ইউনূস, যেখানে গণঅভ্যুত্থানের সব পক্ষ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে চলে যান, যার মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের ১৬ বছরের শাসনের অবসান ঘটে।

তিন দিন পর ৮ আগস্ট ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ বঙ্গভবনে শপথ গ্রহণ করে এবং সেদিনই তিনি জাতির উদ্দেশে প্রথম ভাষণ দেন।

তথ্যসূত্র: দৈনিক কালের কণ্ঠ

Logo