Logo
×

Follow Us

বাংলাদেশ

'জাতীয় নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা হবে'

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৫, ০৯:০৭

'জাতীয় নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা হবে'

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ঘোষণা দিয়েছেন, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করা হবে। ৫ আগস্ট রাত ৮টা ২০ মিনিটে “জুলাই গণঅভ্যুত্থান দিবস” উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন।

ভাষণটি বাংলাদেশ টেলিভিশন, বিটিভি নিউজ ও বাংলাদেশ বেতারে একযোগে সম্প্রচারিত হয়। ড. ইউনূস বলেন, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যেন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর হয়, সে লক্ষ্যে সরকার নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা করবে।”

তিনি জানান, অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনারকে চিঠি পাঠানো হবে, যাতে নির্বাচন কমিশন ২০২৬ সালের ফেব্রুয়ারিতে, রমজানের আগেই নির্বাচন আয়োজনের প্রস্তুতি নেয়। এ লক্ষ্যে আগামীকাল থেকেই মানসিক প্রস্তুতি ও প্রাতিষ্ঠানিক আয়োজন শুরু হবে বলে জানান তিনি।

প্রবাসীদের ভোটাধিকার প্রসঙ্গে তিনি বলেন, “বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বাংলাদেশিদের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এবারের নির্বাচনে তারা প্রতিনিধিত্বের সুযোগ পাবেন, যা দেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হবে।”

এই ঘোষণাকে কেন্দ্র করে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, প্রবাসীদের অন্তর্ভুক্তি দেশের নির্বাচন ব্যবস্থায় একটি যুগান্তকারী পরিবর্তন আনবে। এটি শুধু গণতন্ত্রকে শক্তিশালী করবে না, বরং বিশ্বজুড়ে বাংলাদেশের ভাবমূর্তিও উজ্জ্বল করবে।

তথ্যসূত্র: দৈনিক কালের কণ্ঠ

Logo