
৯টি দেশে ৪৮ হাজার ৮০ জন প্রবাসী বাংলাদেশি ভোটার হিসেবে নিবন্ধনের জন্য আবেদন করেছেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্যে ২৯ হাজার ৬৪৬ জনের বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করা হয়েছে এবং ১৭ হাজার ৩৬৭ জন ইতোমধ্যে ভোটার হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন।
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর জানান, যুক্তরাষ্ট্র, ওমান, দক্ষিণ আফ্রিকা, জর্ডান ও মালদ্বীপে নতুনভাবে ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু করতে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্মতি দিয়েছে। এসব দেশে প্রাথমিক প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে, যার মধ্যে রয়েছে কারিগরি সংযোগ, জনবল প্রশিক্ষণ এবং সরঞ্জাম প্রস্তুতকরণ।
বর্তমানে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ইতালি, যুক্তরাজ্য, কুয়েত, কাতার, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া ও কানাডায় ১৬টি কেন্দ্রে ভোটার নিবন্ধন কার্যক্রম চলছে। জাপান দশম দেশ হিসেবে জুলাইয়ের মধ্যে যুক্ত হওয়ার কথা থাকলেও স্থানীয় প্রযুক্তিগত সমস্যার কারণে কিছুটা বিলম্ব হয়েছে। হুমায়ুন কবীর বলেন, “জাপানে ১৫ জুলাই থেকে কার্যক্রম শুরুর পরিকল্পনা ছিল, কিন্তু পাবলিক আইপি অনুমতির জটিলতায় কিছুটা সময় লাগছে।”
ইসি জানিয়েছে, এই প্রকল্পটি নির্বাচন কমিশন সচিবালয়ের অধীনে পরিচালিত হচ্ছে এবং খরচ সংক্রান্ত বিষয়টি এনআইডি উইং নয়, প্রকল্প থেকে পরিচালিত হয়। হালনাগাদ ভোটার তালিকা প্রকাশের বিষয়ে তিনি বলেন, “সম্ভবত এই সপ্তাহেই বা আগামী সপ্তাহে তালিকা প্রকাশ করা হবে।”
২০১৯ সালে কে এম নুরুল হুদার নেতৃত্বাধীন কমিশন বিদেশে এনআইডি প্রকল্প শুরু করে এবং ২০২০ সালের ১২ ফেব্রুয়ারি প্রথম অনলাইন নিবন্ধন চালু হয়।
তথ্যসূত্র: দ্য ডেইলি স্টার