Logo
×

Follow Us

বাংলাদেশ

রাশিয়ায় চাকরির খবর: আবেদনের শেষ তারিখ ১০ আগস্ট

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৫, ১৮:৪৪

রাশিয়ায় চাকরির খবর: আবেদনের শেষ তারিখ ১০ আগস্ট

রাশিয়ায় জাহাজ নির্মাণ খাতে ১৩০ জনকে নিয়োগ দিতে প্রজ্ঞাপন দিয়েছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)। সরকারিভাবে কম খরচে চাকরি নিয়ে বিদেশ যাওয়ার অন্যতম বিশ্বস্ত মাধ্যম হলো বোয়েসেল। 

বোয়েসেলের প্রজ্ঞাপনে দেখা যাচ্ছে, রাশিয়ার একটি কোম্পানি চারটি পদে লোক নিতে চাইছে। পদগুলো হলো শিপ পেইন্টার পদে ৫০ জন, শিপ মেশিন ফিটার পদে ২০ জন, ইলেকট্রিক অ্যান্ড গ্যাস ওয়েল্ডার পদে ৩০ জন ও মেটাল শিপ হাল অ্যাসেম্বলার পদে ৩০ জন।  

চলুন জেনে নিই এসব পদে যোগ্যতা কী, কারা আবেদন করতে পারবেন, বেতন কত হবে আর শর্তইবা কী থাকছে।

এসব পদে আগ্রহী প্রার্থীদের সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ছয় মাস দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর অথবা অন্য কোনো দেশে আন্তর্জাতিক জাহাজ নির্মাণ প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। শিপ পেইন্টার পদে বেতন ৪৫ হাজার রুবল, বাংলাদেশি টাকায় আনুমানিক ৬৭ হাজার ৫০০ টাকা, শিপ মেশিন ফিটার পদে বেতন ৫০ হাজার রুবল বা আনুমানিক ৭৫ হাজার টাকা, ইলেকট্রিক অ্যান্ড গ্যাস ওয়েল্ডার ও মেটাল শিপ হাল অ্যাসেম্বলার পদে বেতন ৬০ হাজার রুবল বা আনুমানিক ৯০ হাজার টাকা। 

নির্বাচিত হলে কর্মীর বিমান ভাড়া দেবে কোম্পানি। প্রার্থীকে ইংরেজি ভাষায় পারদর্শী হতে হবে, তবে রাশিয়ান ভাষা জানা থাকলে প্রার্থী অগ্রাধিকার পাবে। চাকরির চুক্তি হবে এক বছরের, তবে তা নবায়ন করা যাবে। কর্মীর থাকা ও প্রাথমিক চিকিৎসার খরচ দেবে রাশিয়ান কোম্পানিটি। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীকে বছরে ৩-৫ মাস মাইনাস ১১ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কাজ করতে হবে। চূড়ান্তভাবে নির্বাচিত কর্মীদের রাশিয়ায় গিয়ে ভাষা পরীক্ষায় অংশ নিতে হবে। ভাষা পরীক্ষায় ফেল করলে তাদের দেশে ফেরত পাঠানো হবে। 

এক কপি জীবনবৃত্তান্ত ও অভিজ্ঞতার সনদসহ আবেদন করতে হবে এই লিংক। পাসপোর্টের কপি, ট্রেনিং সার্টিফিকেটও দিতে হবে। আগামী ১০ আগস্টের আগে নির্দিষ্ট লিংকে আবেদন করতে হবে। 

Logo