Logo
×

Follow Us

বাংলাদেশ

এক বাংলাদেশির জন্য শোকস্তব্ধ নিউ ইয়র্ক

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৫, ০৮:০৯

এক বাংলাদেশির জন্য শোকস্তব্ধ নিউ ইয়র্ক

বন্দুকধারীর হামলায় প্রাণ হারানো বাংলাদেশি পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামের মৃত্যুতে শোকস্তব্ধ নিউ ইয়র্ক নগরী। তিনি নিউ ইয়র্ক পুলিশ বিভাগের একজন সদস্য ছিলেন এবং ম্যানহাটানের এনএফএল সদর দপ্তরে নিরাপত্তার দায়িত্ব পালনকালে গুলিবিদ্ধ হন।

নিহত দিদারুল ইসলাম বাংলাদেশের মৌলভীবাজার জেলার কুলাউড়া থেকে অভিবাসী হয়ে যুক্তরাষ্ট্রে এসেছিলেন। মাত্র সাড়ে তিন বছর আগে পুলিশ বিভাগে যোগ দেন। ৩৬ বছর বয়সী এই কর্মকর্তা ছিলেন স্ত্রী ও দুটি সন্তানের জনক, তৃতীয় সন্তানের জন্মের অপেক্ষায় ছিলেন তার স্ত্রী জামিলা আক্তার।

হামলাটি চালায় শেন তামুরা নামের একজন মানসিক অসুস্থ ব্যক্তি, যিনি অফিস টাওয়ারে ঢুকে চারজনকে হত্যা করে পরে আত্মহত্যা করেন। দিদারুল ইসলাম প্রথমেই তার লক্ষ্য ছিলেন, যার ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

রাষ্ট্রীয় সম্মান ও বিদায়:

পার্কচেস্টার জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়, যেখানে উপস্থিত ছিলেন নিউ ইয়র্কের মেয়র এরিক অ্যাডামস, গভর্নর ক্যাথি হোচুল, পুলিশ বিভাগের কমিশনার জেসিকা টিশ এবং শতাধিক বাংলাদেশি কমিউনিটি সদস্য।

তাকে মরণোত্তর “ফার্স্ট গ্রেড ডিটেকটিভ” পদে উন্নীত করা হয়। কমিশনার টিশ বলেন, “তিনি ছিলেন সাহসিকতার প্রতীক।”

বাংলাদেশি আমেরিকানদের গর্ব:

দিদারুল ছিলেন বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের একজন গুরুত্বপূর্ণ সদস্য। তার মৃত্যু NYPD-তে বাংলাদেশি উপস্থিতির একটি গর্বিত অধ্যায়কে শোকবিধুর স্মৃতিতে রূপ দেয়।

এই ঘটনায় নিউ ইয়র্ক শহর শুধু একজন সাহসী পুলিশ সদস্যকে হারায়নি, বরং হারিয়েছে একজন অভিবাসী স্বপ্নদর্শীকে, যিনি দায়িত্ব, পরিবার ও সমাজের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন।

তথ্যসূত্র: নিউ ইয়র্ক টাইমস

Logo