Logo
×

Follow Us

বাংলাদেশ

কমনওয়েলথ বৃত্তি পেলেন ২৭ বাংলাদেশি শিক্ষার্থী

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৫, ০৮:০৮

কমনওয়েলথ বৃত্তি পেলেন ২৭ বাংলাদেশি শিক্ষার্থী

যুক্তরাজ্যের স্নাতকোত্তর শিক্ষার জন্য ২০২৫ সালের কমনওয়েলথ বৃত্তি অর্জন করেছেন ২৭ জন বাংলাদেশি শিক্ষার্থী। তাদের সম্মানে ঢাকায় ব্রিটিশ হাইকমিশনারের বাসভবনে ব্রিটিশ কাউন্সিল ও ব্রিটিশ হাইকমিশনের যৌথ উদ্যোগে একটি প্রি–ডিপারচার ব্রিফিং ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বৃত্তিপ্রাপ্তদের মধ্যে ১৭ জন নারী শিক্ষার্থী রয়েছেন, যা নারীর ক্ষমতায়নের অগ্রগতির এক অনন্য উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে। শিক্ষার্থীরা যুক্তরাজ্যের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোতে গ্লোবাল মেন্টাল হেলথ, কৃত্রিম বুদ্ধিমত্তা, মানবাধিকার, পরিবেশগত অর্থনীতি ও টেকসই উন্নয়নসহ গুরুত্বপূর্ণ বিষয়ে স্নাতকোত্তর সম্পন্ন করবেন।

অনুষ্ঠানে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বলেন, “যুক্তরাজ্যে উচ্চশিক্ষার যাত্রা শুরু করা স্কলারদের এই সাফল্য উদযাপন করতে পেরে আমি আনন্দিত। তারা ভবিষ্যতে বাংলাদেশে নেতৃত্ব দেবে এবং দুই দেশের অংশীদারিত্বকে আরো শক্তিশালী করবে।” নারী শিক্ষার্থীদের উল্লেখযোগ্য উপস্থিতি তাকে বিশেষভাবে অনুপ্রাণিত করেছে।

ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস বলেন, “কমনওয়েলথ স্কলারশিপ বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য বিশ্বমানের শিক্ষার সুযোগ তৈরি করেছে। তারা দেশে ফিরে যে অবদান রাখেন, তা যুক্তরাজ্যের উচ্চশিক্ষার দীর্ঘমেয়াদি প্রভাবের প্রমাণ।”

উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ও বাংলাদেশ কমনওয়েলথ স্কলার্স অ্যান্ড ফেলোস অ্যাসোসিয়েশনের সভাপতি বোরহান উদ্দিন খান, যিনি শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং তাদের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।

কমনওয়েলথ স্কলারশিপ যুক্তরাজ্যের অন্যতম আন্তর্জাতিক বৃত্তি কর্মসূচি, যা বৈশ্বিক উন্নয়ন, একাডেমিক উৎকর্ষ এবং আন্তসাংস্কৃতিক সহযোগিতার প্রতি দেশটির প্রতিশ্রুতি বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। ১৯৬০ সাল থেকে এ পর্যন্ত ২ হাজার ৬০০-এর বেশি বাংলাদেশি এই বৃত্তি পেয়েছেন এবং তারা শিক্ষা, সরকার, সিভিল সোসাইটি ও বিভিন্ন পেশাগত খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের যুক্তরাজ্যে বসবাস, সাংস্কৃতিক অভিযোজন ও কমিউনিটির সঙ্গে সংযোগ গড়ে তোলার বিষয়ে নানা পরামর্শ প্রদান করা হয়, যাতে তারা সহজে নতুন পরিবেশে খাপ খাইয়ে নিতে পারেন।

তথ্যসূত্র: দৈনিক প্রথম আলো

Logo