Logo
×

Follow Us

বাংলাদেশ

বাংলাদেশি শিক্ষার্থীরা পাচ্ছেন যুক্তরাষ্ট্রে শিক্ষকতার সুযোগ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৫, ০৮:০৬

বাংলাদেশি শিক্ষার্থীরা পাচ্ছেন যুক্তরাষ্ট্রে শিক্ষকতার সুযোগ

যুক্তরাষ্ট্রে শিক্ষকতার জন্য অন্যতম আন্তর্জাতিক শিক্ষা বিনিময় কর্মসূচি ফুলব্রাইট ফরেন ল্যাঙ্গুয়েজ টিচিং অ্যাসিস্ট্যান্ট (এফএলটিএ) প্রোগ্রামে আবেদন করার সময়সীমা ১৫ দিন বাড়িয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। পূর্বে আবেদনের শেষ তারিখ ছিল ৩১ জুলাই, এখন ১৫ আগস্ট রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করা যাবে।

এই ৯ মাস মেয়াদি নন-ডিগ্রি স্কলারশিপের আওতায় নির্বাচিত বাংলাদেশি শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রের কলেজ ও বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা শেখানোর সুযোগ পাবেন। প্রতি সপ্তাহে ২০ ঘণ্টা ভাষা ক্লাসে সহায়তা এবং প্রতি সেমিস্টারে দুটি কোর্সে অংশগ্রহণ করতে হবে, যার একটি আমেরিকান স্টাডিজ বিষয়ক।

আবেদন করতে হলে প্রার্থীদের বাংলাদেশি নাগরিক হতে হবে এবং স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে চার বছরের স্নাতক ডিগ্রি থাকতে হবে। ইংরেজি ভাষায় দক্ষতা প্রমাণের জন্য টোয়েফলে ন্যূনতম ৮০ বা আইইএলটিএসে ৭ স্কোর থাকতে হবে। এছাড়া বিশ্ববিদ্যালয় পর্যায়ে সাত বছরের বেশি শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে।

আবেদনকারীদের অনলাইনে আবেদন ফরম পূরণ, স্নাতক ও স্নাতকোত্তরের নম্বরপত্র, তিনটি সুপারিশপত্র, একাডেমিক রেকর্ড ফরম এবং ভাষা দক্ষতার সনদ জমা দিতে হবে। আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইন ভিত্তিক এবং প্রথমে একটি অ্যাকাউন্ট তৈরি করে নির্দেশনা অনুসরণ করতে হবে।

২০০৬ সাল থেকে বাংলাদেশি শিক্ষাবিদরা এই প্রোগ্রামে অংশ নিচ্ছেন। এটি শুধু পেশাগত দক্ষতা বৃদ্ধির সুযোগ নয়, বরং বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সাংস্কৃতিক বিনিময়ের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।

তথ্যসূত্র: দৈনিক প্রথম আলো

Logo