বাংলাদেশে রেমিট্যান্স সেবা চালু করল যুক্তরাষ্ট্রভিত্তিক ‘নালা’ অ্যাপ

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৫, ১০:০২

যুক্তরাষ্ট্রভিত্তিক ফিনটেক প্রতিষ্ঠান নালা বাংলাদেশে তাদের আন্তর্জাতিক অর্থ স্থানান্তর সেবা চালু করেছে। এখন বিশ্বের ২১টি দেশ থেকে প্রবাসী বাংলাদেশিরা দ্রুত, নিরাপদ ও ফি-বিহীনভাবে অর্থ পাঠাতে পারবেন।
নালা অ্যাপটি iOS এবং Android প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে। ব্যবহারকারীরা পরিচয় যাচাইয়ের মাধ্যমে মাত্র কয়েক মিনিটেই অ্যাকাউন্ট খুলতে পারবেন। সেবাটির মূল উদ্দেশ্য হলো রেমিট্যান্স প্রক্রিয়া সহজ, স্বচ্ছ ও সময়সাশ্রয়ী করা।
নালার প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা বেনজামিন ফার্নান্দেস জানিয়েছেন, “বাংলাদেশে আমাদের যাত্রা শুধু ব্যবসা নয়, এটি একটি ব্যক্তিগত অঙ্গীকার। আমরা চাই, প্রবাসীদের অর্থ পাঠানো প্রক্রিয়ায় সম্মান, ভালোবাসা ও দায়বদ্ধতা যুক্ত থাকুক”।
অ্যাপটির মাধ্যমে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, জার্মানি, ফ্রান্স, ইতালিসহ আরো ২১টি দেশ থেকে সরাসরি বাংলাদেশে স্থানীয় ব্যাংক এবং মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসে অর্থ পাঠানো সম্ভব হবে। এতে শূন্য ট্রান্সফার ফি, প্রতিযোগিতামূলক বিনিময় হার এবং সহজ ব্যবহারবিধি রয়েছে।
বাংলাদেশে রেমিট্যান্স প্রবাহ বাড়াতে এবং প্রবাসীদের জন্য অর্থ পাঠানো প্রক্রিয়ায় নতুন গতি আনতে নালা অ্যাপের এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
এই উদ্যোগ প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে স্থানীয় অর্থনীতির যোগসূত্রকে আরো শক্তিশালী করবে, এমনটাই প্রত্যাশা নালার পক্ষ থেকে।
তথ্যসূত্র: ডেইলি অবজারভার