Logo
×

Follow Us

বাংলাদেশ

বাংলাদেশে দিন দিন বাড়ছে ভারতীয় শিক্ষার্থীর সংখ্যা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৫, ০৯:৫৯

বাংলাদেশে দিন দিন বাড়ছে ভারতীয় শিক্ষার্থীর সংখ্যা

গত তিন বছরে বাংলাদেশে ভারতীয় শিক্ষার্থীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ২০২২ সালে এই সংখ্যা ছিল প্রায় ৯ হাজার, যা ২০২৩ সালে বেড়ে দাঁড়ায় ২০,৩৬৮ জনে এবং ২০২৪ সালে তা আরো বৃদ্ধি পেয়ে ২৯,২৩২ জনে পৌঁছায়। এই প্রবণতা ভারতীয় উচ্চশিক্ষা বাজারে একটি নতুন রূপান্তরের ইঙ্গিত দিচ্ছে।

পশ্চিমা দেশগুলোর প্রতি আগ্রহ কমছে:

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালে বিদেশে উচ্চশিক্ষা নিতে যাওয়া ভারতীয় শিক্ষার্থীর সংখ্যা ছিল ৮.৯২ লাখ, যা ২০২৪ সালে কমে দাঁড়িয়েছে ৭.৫৯ লাখে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডার মতো দেশগুলোতে ভিসা জটিলতা, টিউশন ফি বৃদ্ধি এবং ভূরাজনৈতিক অনিশ্চয়তা এই হ্রাসের প্রধান কারণ।

বাংলাদেশ কেন জনপ্রিয় হচ্ছে:

ভারতে বেসরকারি মেডিকেল কলেজে পড়তে যেখানে ১ কোটি রুপি পর্যন্ত খরচ হয়, বাংলাদেশে তা ৩০-৫০ লাখ রুপির মধ্যে সীমাবদ্ধ থাকে।

সীমান্তবর্তী রাজ্যগুলোর শিক্ষার্থীরা সহজে যাতায়াত করতে পারেন এবং ভাষা ও খাবারে মিল থাকায় দ্রুত অভিযোজন সম্ভব।

বাংলাদেশে পড়া ভারতীয় শিক্ষার্থীরা দেশে ফিরে Foreign Medical Graduate Examination (FMGE)-এ তুলনামূলকভাবে বেশি সফল হন।

যুক্তরাষ্ট্রে ‘ভিসা ইন্টেগ্রিটি ফি’ চালু এবং নতুন অভিবাসন কড়াকড়ি ভারতীয় শিক্ষার্থীদের জন্য বাধা হয়ে দাঁড়িয়েছে। ফলে তারা বাংলাদেশ, রাশিয়া, উজবেকিস্তান ও সিঙ্গাপুরের মতো বিকল্প গন্তব্যে ঝুঁকছেন।

বিশ্লেষকদের মতে, এই পরিবর্তন শুধু অর্থনৈতিক নয়, বরং আন্তর্জাতিক শিক্ষাবাজারে ভারসাম্য পুনর্গঠনের সূচনা। বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ার শিক্ষার্থীদের জন্য একটি উদীয়মান ও সম্ভাবনাময় গন্তব্য হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছে।

মাইগ্রেশন কনসার্ন রিপোর্ট 

Logo