Logo
×

Follow Us

বাংলাদেশ

কুয়েতে বাংলাদেশি শ্রমিকদের সুরক্ষায় ভিসা সত্যায়ন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৫, ০৯:৫৫

কুয়েতে বাংলাদেশি শ্রমিকদের সুরক্ষায় ভিসা সত্যায়ন

কুয়েতে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে বাংলাদেশ দূতাবাস চালু করেছে ভিসা সত্যায়ন ব্যবস্থা, যা প্রবাসীদের জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেনের নেতৃত্বে এই উদ্যোগ বাস্তবায়িত হয়েছে।

এই ব্যবস্থায় কুয়েতস্থ দূতাবাসের প্রতিনিধি দল সংশ্লিষ্ট নিয়োগকর্তার চুক্তিপত্র, কর্মপরিবেশ, আবাসন ও সুযোগ-সুবিধা সরেজমিনে পরিদর্শন করে। যাচাই-বাছাইয়ের পর উপযুক্ত মনে হলে তবেই ভিসা সত্যায়নের অনুমোদন দেওয়া হয়। এর ফলে বহু বাংলাদেশি শ্রমিক প্রতারণা ও অবৈধতার ঝুঁকি থেকে রক্ষা পেয়েছেন।

প্রবাসীরা বলছেন, এই উদ্যোগ সময়োপযোগী ও প্রবাসীবান্ধব। দূতাবাসে ভিসা সত্যায়িত হলে নতুন শ্রমিকদের দুই বছর ইকামা নিয়ে চিন্তা করতে হয় না এবং কোনো সমস্যা হলে দূতাবাস সরাসরি হস্তক্ষেপ করতে পারে। এতে জবাবদিহির পথও তৈরি হয়।

তবে এই ব্যবস্থাকে বানচাল করতে বাংলাদেশে অবস্থানরত একটি অসাধু ভিসা দালাল চক্র সক্রিয় হয়ে উঠেছে বলে অভিযোগ উঠেছে। তারা দূতাবাসের সত্যায়ন ছাড়াই ঢাকা বিমানবন্দর দিয়ে শ্রমিক পাঠানোর চেষ্টা করছে।

বাংলাদেশ প্রেস ক্লাব কুয়েত, বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন সংগঠনের নেতারা রাষ্ট্রদূতের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং আইনগতভাবে বাধ্যতামূলক করার দাবি তুলেছেন, যাতে দূতাবাসের সত্যায়ন ছাড়া কেউ কুয়েত যেতে না পারে।

প্রবাসীরা সরকারের কাছে আবেদন জানিয়েছেন, এই পদ্ধতি যেন স্থায়ী ও শক্তিশালীভাবে বাস্তবায়ন করা হয়, যাতে আর কোনো বাংলাদেশি দালাল চক্রের ফাঁদে পড়ে নিঃস্ব না হন।

তথ্যসূত্র: সময় অনলাইন

Logo