Logo
×

Follow Us

বাংলাদেশ

ইতালির রোমে রেমিট্যান্স যোদ্ধা দিবস পালন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৫, ০৯:৫৩

ইতালির রোমে রেমিট্যান্স যোদ্ধা দিবস পালন

ইতালির রাজধানী রোমে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে ছাত্র-জনতার অভ্যুত্থানে প্রবাসীদের অবদান স্মরণে দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে যথাযোগ্য মর্যাদার সাথে ‘রেমিট্যান্স যোদ্ধা দিবস’ পালন করা হয়েছে।

অনুষ্ঠানের শুরুতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে দিবসটি উপলক্ষে সরকার কর্তৃক নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। ২ আগস্ট ঢাকায় এক তথ্যবিবরণীতে এ কথা জানানো হয়।

ইতালিতে বসবাসরত বিশিষ্ট বাংলাদেশি নাগরিক ও কমিউনিটির নেতৃবৃন্দ দিবসটির তাৎপর্য ও গুরুত্ব সম্পর্কে আলোচনায় অংশগ্রহণ করেন। বক্তারা একটি বৈষম্যহীন, উন্নত ও সমৃদ্ধ নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। প্রবাসীরা তাদের স্বার্থ সংরক্ষণে সরকারের কার্যকর ভূমিকার প্রতি গুরুত্বারোপ করেন।

রাষ্ট্রদূত রকিবুল হক জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং আন্দোলনে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। বৈধপথে রেমিট্যান্স প্রেরণের মাধ্যমে বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে বিশেষ অবদান রাখার জন্য ইতালিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ধন্যবাদ জানান। জুলাই গণঅভ্যুত্থানে প্রবাসীদের অনন্য অবদান সম্পর্কে তিনি আলোকপাত করেন। এছাড়া অন্তর্বর্তী সরকার কর্তৃক গত এক বছরে প্রবাসীবান্ধব বিভিন্ন কার্যক্রম ও উদ্যোগসমূহ তুলে ধরেন। 

তথ্যসূত্র: বাসস

Logo