Logo
×

Follow Us

বাংলাদেশ

সৌদির সঙ্গে বাংলাদেশের প্রবাসী শ্রমিক চুক্তি শিগগিরই: উপদেষ্টা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৫, ০৯:৫২

সৌদির সঙ্গে বাংলাদেশের প্রবাসী শ্রমিক চুক্তি শিগগিরই: উপদেষ্টা

বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো সৌদি আরবের সঙ্গে প্রবাসী শ্রমিকদের নিয়ে একটি দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষরের পথে রয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি জানান, আগামী ২-৩ সপ্তাহের মধ্যেই এই চুক্তি সম্পন্ন হতে পারে, যা বাংলাদেশি শ্রমিকদের নিরাপত্তা ও সুরক্ষা জোরদার করবে।

২ আগস্ট রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে ‘রেমিট্যান্স যোদ্ধা দিবস’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ড. নজরুল বলেন, “এ ধরনের চুক্তি ভারত বা পাকিস্তানের সঙ্গেও হয়নি। এটি আমাদের জন্য একটি ঐতিহাসিক অগ্রগতি।”

তিনি আরো জানান, মালয়েশিয়ায় যেতে না পারা কর্মীদের পাঠানোর প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে। তবে এ নিয়ে সামাজিক মাধ্যমে সমালোচনার মুখে পড়তে হয়েছে তাকে। “মানুষের এত বড় দাবি পূরণ করার পরও গালিগালাজ করা হয়,”—বলেন তিনি।

বিদেশে যাওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়ে ড. নজরুল বলেন, “বিদেশ মানেই বেহেশত নয়। ৮-১০ লাখ টাকা খরচ করে এমন জীবনযাপন করতে হয়, যা দেশের খারাপ বস্তিতেও দেখা যায় না।” তিনি পরামর্শ দেন, বিদেশে যাওয়ার আগে ভালোভাবে খোঁজ-খবর নিয়ে সিদ্ধান্ত নিতে, কারণ দেশে ছোট ব্যবসা করেও ভালোভাবে বেঁচে থাকা সম্ভব।

তিনি জানান, প্রবাসী সেবা ডিজিটালাইজড করা হয়েছে এবং রিইন্ট্রিগ্রেশন প্রক্রিয়ায় নানা উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে বিদেশগামী ও ফিরে আসা কর্মীদের হয়রানি কম হয়।

শেষে তিনি বলেন, “আমি নিরুৎসাহিত করছি না, কিন্তু বলছি মরিয়া হয়ে বিদেশ যাবেন না। অনিশ্চিত ভবিষ্যতের জন্য ১৫ লাখ টাকা খরচ করে ঝাঁপ দেবেন না।”

তথ্যসূত্র: চ্যানেল টোয়েন্টিফোর

Logo