মালয়েশিয়ায় নির্মাণ ও পর্যটন খাতে নিয়োগ পাবে আটকে পড়া বাংলাদেশিরা

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৫, ০৯:৪৯

গত বছরের ৩১ মে পর্যন্ত সময়ের মধ্যে কলিং ভিসায় মালয়েশিয়া যেতে না পারা বাংলাদেশি কর্মীদের জন্য নতুন করে কর্মসংস্থানের অনুমোদন দিয়েছে মালয়েশিয়া সরকার। এই কর্মীরা এবার বোয়েসেলের মাধ্যমে দেশটির কনস্ট্রাকশন ও ট্যুরিজম খাতে নিয়োগের সুযোগ পাচ্ছেন।
১ আগস্ট মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে জানায়, সংশ্লিষ্ট কর্মীদের নিয়োগের লক্ষ্যে চাহিদাপত্র সত্যায়নের জন্য নির্ধারিত চেকলিস্ট অনুযায়ী সব তথ্যাদি ফরেন ওয়ার্কার্স সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট সিস্টেমের (FWCMS) অনলাইন পোর্টালে দাখিল করতে হবে।
তথ্য দাখিলের পর সংশ্লিষ্ট মূল কপি ও একটি ফটোকপি বাংলাদেশ হাইকমিশনে জমা দিতে হবে। এই প্রক্রিয়ার মাধ্যমে কর্মীদের ভিসা ও নিয়োগের স্বচ্ছতা নিশ্চিত করা হবে বলে আশা করা হচ্ছে।
এই উদ্যোগকে মালয়েশিয়ায় যেতে আগ্রহী অনেক বাংলাদেশি কর্মী সুযোগ ও স্বস্তির বার্তা হিসেবে দেখছেন। কারণ, পূর্বে কলিং ভিসা থাকা সত্ত্বেও অনেকেই বিভিন্ন জটিলতায় মালয়েশিয়া যেতে পারেননি।
হাইকমিশনের পক্ষ থেকে কর্মীদের প্রতি সতর্কতা ও সচেতনতার আহ্বান জানানো হয়েছে, যাতে তারা প্রতারণার শিকার না হন এবং সঠিক প্রক্রিয়ায় আবেদন করেন।
তথ্যসূত্র: চ্যানেল টোয়েন্টিফোর