Logo
×

Follow Us

বাংলাদেশ

মালয়েশিয়ার খবর ১ আগস্ট

বাংলাদেশের জাল পাসপোর্ট জব্দ করেছে মালয়েশিয়ার ইমিগ্রেশন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ আগস্ট ২০২৫, ১৬:২৬

বাংলাদেশের জাল পাসপোর্ট জব্দ করেছে মালয়েশিয়ার ইমিগ্রেশন

বাংলাদেশের জাল পাসপোর্ট জব্দের ছবি ছেপেছে মালয়েশিয়ার ইমিগ্রেশন। মালয়েশিয়ার সংবাদ মাধ্যম দ্য নিউ স্ট্রেইট টাইমসের এক প্রতিবেদনে একটি ছবিতে বলা হয়েছে, পুত্রজায়ার স্পেশাল ইমিগ্রেশন ইন্টেলিজেন্স ডিভিশনে জাল পাসপোর্ট জব্দের বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সফলভাবে জব্দ করা জাল পাসপোর্টগুলো দেখানো হয়েছে।

এছাড়া খবরে বলা হয়েছে, ফ্লাইং পাসপোর্টকে থ্রেট মনে করছেন মালয়েশিয়ার সাবেক ইমিগ্রেশন অফিসাররা। ফ্লাইং পাসপোর্টকে দেশটির জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বলে মনে করছেন মালয়েশিয়ার সাবেক ইমিগ্রেশন অফিসাররা। প্রতিবেদন উল্লেখ করেছে, ফ্লাইং পাসপোর্ট হলো সেই ধরনের পাসপোর্ট, যা মূলত সীমান্ত নিয়ন্ত্রণ বাইপাস করার অনুশীলনকে বোঝানো হয়, যেখানে একটি বিদেশি পাসপোর্টের মালিক চেকপয়েন্টে উপস্থিত না থেকেও ইমিগ্রেশন এনফোর্সমেন্ট অফিসাররা পাসপোর্টটিকে ছাড়পত্র দেন। এভাবে কোনো ব্যক্তি দেশটি ত্যাগ না করেই এন্ট্রি এবং এক্সিট স্ট্যাম্প পেতে পারেন। 

সাধারণত, এই কাজ করতে পদ্ধতিগতভাবে পাসপোর্টটি তৃতীয় পক্ষের কাছে হস্তান্তর করা হয়। পুরো প্রক্রিয়াটির খরচ রুট, ঝুঁকি এবং জরুরির উপর নির্ভর করে ৫০০ থেকে ২ হাজার রিংগিত হতে পারে। একবার স্ট্যাম্প করার পরে পাসপোর্টটি তার আসল মালিকের কাছে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো হয়। যার কাছে এমন একটি নথি থাকে, যা আইনিভাবে আন্তঃসীমান্ত চলাচলের ইঙ্গিত দেয়। রিপোর্টে সাবেক ইমিগ্রেশন অফিসারদের বক্তব্য তুলে ধরে বলা হয়েছে, এটি কেবল অভিবাসন আইনকে লঙ্ঘন করে না, বরং দেশকে আরো গুরুতর হুমকির মুখে ফেলে। 

Logo