Logo
×

Follow Us

বাংলাদেশ

কমনওয়েলথ প্রফেশনাল ফেলোশিপে আবেদন শুরু

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ জুলাই ২০২৫, ০০:০৬

কমনওয়েলথ প্রফেশনাল ফেলোশিপে আবেদন শুরু

যুক্তরাজ্যের কমনওয়েলথ স্কলারশিপ কমিশন সম্প্রতি কমনওয়েলথ প্রফেশনাল ফেলোশিপ ২০২৫-এর জন্য আবেদন আহ্বান করেছে। এই ফেলোশিপের আওতায় কমনওয়েলথভুক্ত দেশের পেশাজীবীরা যুক্তরাজ্যের বিভিন্ন প্রতিষ্ঠানে পেশাগত উন্নয়নে কাজ করার সুযোগ পাবেন।

আবেদনের সময়সীমা: বাংলাদেশি প্রার্থীদের জন্য ২২ আগস্ট ২০২৫ বিকেল ৪টা পর্যন্ত অনলাইনে আবেদন গ্রহণ করা হবে।

আর্থিক সুবিধা:

- মাসিক ভাতা: ২,১০৪ ব্রিটিশ পাউন্ড (প্রায় ৩,৪৫,০০০ টাকা)

- লন্ডন মেট্রোপলিটন এলাকায়: ২,৬১২ পাউন্ড

- যাতায়াত ভাতা: ১,১৮৩.২০ পাউন্ড

- সভা ও সংস্থায় অংশগ্রহণের জন্য: সর্বোচ্চ ২,০০০ পাউন্ড

- ভিসা প্রসেসিং ও বিমান টিকিট: সম্পূর্ণ বিনামূল্যে

যোগ্যতা:

- কমনওয়েলথভুক্ত দেশের স্থায়ী নাগরিক বা শরণার্থী হতে হবে

- চাকরিরত অবস্থায় থাকতে হবে, যেন ফেলোশিপ শেষে আগের প্রতিষ্ঠানে ফিরে যেতে পারেন

- স্নাতক ডিগ্রি থাকতে হবে

- দুইজন রেফারেন্স দিতে হবে, যারা প্রার্থীর নিয়োগদাতা প্রতিষ্ঠানের প্রতিনিধি

এই ফেলোশিপের মাধ্যমে প্রার্থীরা আন্তর্জাতিক অভিজ্ঞতা, নেটওয়ার্কিং এবং পেশাগত দক্ষতা বৃদ্ধির সুযোগ পাবেন, যা নিজ দেশে ফিরে গিয়ে উন্নয়নমূলক কাজে সহায়ক হবে।

আবেদনের ঠিকানা: https://cscuk.fcdo.gov.uk/scholarships/commonwealth-professional-fellowships-information-for-candidates  

তথ্যসূত্র: দৈনিক প্রথম আলো

Logo