
ব্রুনাইয়ে তিনটি কোম্পানিতে ৫৯ জনকে নিয়োগ দিতে প্রজ্ঞাপন দিয়েছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)। সরকারিভাবে কম খরচে চাকরি নিয়ে বিদেশ যাওয়ায় অন্যতম বিশ্বস্ত মাধ্যম হলো বোয়েসেল।
বোয়েসেলের প্রজ্ঞাপনে দেখা যাচ্ছে, ব্রুনাইয়ের এম এইচ এসএনডি কোম্পানিটির বিভিন্ন পদে প্রয়োজন ২৬ জন সাধারণ শ্রমিক, ইমন এসএনডি কোম্পানির প্রয়োজন ১৮ জন কর্মী আর হাজকিল কনস্ট্রাকশন কোম্পানির প্রয়োজন ১৫ জন শ্রমিক।
চলুন জেনে নিই কোন কোম্পানি কোন কোন কাজের লোক চাইছে, তাদের বেতন কত, যোগ্যতাই বা কী…
ব্রুনাইয়ের এম এইচ এসএনডি কোম্পানি যে ২৬ জন কর্মী চাইছে, তাদের মধ্যে আছে ফোরম্যান বা সুপারভাইজার ১ জন, কার্পেন্টার বা কাঠমিস্ত্রি ৫ জন, মেশন বা রাজমিস্ত্রি ৭ জন, বারবেন্ডার বা লোহা বাঁকানোর কর্মী দরকার ৬ জন। যাদের প্রত্যেকের বেতন দৈনিক ২০ ব্রুনাই ডলার। তাদের বয়স হতে হবে ২৪ থেকে ৩৯ এর মধ্যে। এসব পদে কোনো শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়নি, ফলে যে কেউ আবেদন করতে পারবেন। তবে সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
অন্যদিকে, ইমন এসএনডি কোম্পানিও ৮ জন মেশন বা রাজমিস্ত্রি, ১০ জন কার্পেন্টার বা কাঠমিস্ত্রি নিতে চাইছে বাংলাদেশ থেকে। যাদের বয়স হতে হবে ২২ থেকে ৪৫ এর মধ্যে। যাদের প্রত্যেকের বেতন হবে দৈনিক ২০ ব্রুনাই ডলার। এসব পদে কোনো শিক্ষাগত যোগ্যতা বলা হয়নি, ফলে এই কোম্পানিতেও যে কেউ আবেদন করতে পারবেন। তবে সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
আর হাজকিল কনট্রাকশন কোম্পানি বুরাহ বিনান বা নির্মাণ কাজের শ্রমিক চাইছে ১০ জন আর সাধারণ শ্রমিক চেয়েছে ৫ জন। যাদের বয়স হতে হবে ২০ থেকে ৫০ এর মধ্যে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এসএসসি। এদের সবার রাজমিস্ত্রি, কাঠের কাজ ও রংমিস্ত্রির কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
নির্বাচিত হলে কর্মীর বিমান ভাড়া, থাকার খরচ দেবে কোম্পানি। তাছাড়া মেডিকেল, বীমা, ছুটি ব্রুনাইয়ের শ্রম আইন অনুযায়ী হবে।
ইংরেজি ও মালয় ভাষা জানলে অগ্রাধিকার পাওয়া যাবে। আর মধ্যপ্রাচ্য থেকে বাধ্যতামূলকভাবে ফিরে এসেছেন তারাও সুবিধা পাবেন বলে বিজ্ঞাপনে জানানো হয়েছে।
নিয়োগকর্তা প্রার্থীদের নির্বাচিত করলে মাত্র ৪৪ হাজার ৮৫০ টাকা দিয়ে চাকরি নিয়েই যাওয়া যাবে ব্রুনাইয়ে। চুক্তি হবে দুই বছরের জন্য। আবেদন করার শেষ দিন ৬ আগস্ট। আগ্রহীরা পাসপোর্ট নম্বর, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা উল্লেখ করে একটা আবেদন পাঠাতে পারেন বোয়েসেলের এই লিংকে। https://brms.boesl.gov.bd/jobs/1607