নিউ ইয়র্কে বন্দুকধারীর হামলায় নিহত বাংলাদেশি পুলিশ কর্মকর্তা

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩০ জুলাই ২০২৫, ০৮:৩১

নিউ ইয়র্কের মিডটাউন ম্যানহাটানের এক উচ্চতল ভবনে বন্দুকধারীর নৃশংস হামলায় নিহত হয়েছেন বাংলাদেশি-আমেরিকান পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলাম। তিনি নিউ ইয়র্ক পুলিশ বিভাগের একজন সদস্য ছিলেন এবং হামলার সময় ব্যক্তিগত নিরাপত্তা দায়িত্বে নিযুক্ত ছিলেন। এই হামলায় আরো তিনজন নিহত হন এবং একজন গুরুতর আহত হন।
৩৬ বছর বয়সী দিদারুল ইসলাম ছিলেন দুই সন্তানের বাবা এবং তার স্ত্রী বর্তমানে গর্ভবতী। নিউ ইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস এবং পুলিশ কমিশনার জেসিকা টিশ তাকে "হিরো" আখ্যায়িত করে বলেছেন, দিদারুল শহরের জন্য নিজের জীবন বিলিয়ে দিয়েছেন এবং তার অবদানকে নিউ ইয়র্ক পুলিশ চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ রাখবে।
ঘটনাটি ঘটে ২৮ জুলাই সন্ধ্যায়, যখন শেন তামুরা নামে ২৭ বছর বয়সী এক ব্যক্তি একটি এম ফোর রাইফেল নিয়ে ৩৪৫ পার্ক অ্যাভিনিউয়ের একটি ভবনে প্রবেশ করে। প্রথমেই তিনি ইসলামকে গুলি করেন, পরে আরো তিনজনকে হত্যা করেন এবং নিজেও আত্মহত্যা করেন। নিহতদের মধ্যে রয়েছেন ব্ল্যাকস্টোনের সিনিয়র ম্যানেজিং ডিরেক্টর ওয়েসলি লে প্যাটনার এবং দুজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি। এক এনএফএল কর্মী গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন।
নিউ ইয়র্কে এই ঘটনায় শোকের ছায়া নেমেছে। দিদারুল ইসলামকে “আদর্শ কর্মকর্তা” হিসেবে সম্মান জানিয়েছে পুলিশ বিভাগ ও বাংলাদেশি কমিউনিটি। তার সহকর্মীরা জানিয়েছেন, তিনি ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণ, সৎ ও সাহসী একজন মানুষ।
নিউ ইয়র্কে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে তার সম্মানে। বাংলাদেশি অভিবাসীদের মধ্যে দিদারুল ছিলেন গর্বের প্রতীক, যিনি দায়িত্ববোধ ও মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত রেখে গেছেন।
তথ্যসূত্র: সিএনএন