Logo
×

Follow Us

বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে মেয়াদোত্তীর্ণ ভিসায় অবস্থান করলে স্থায়ী নিষেধাজ্ঞা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ জুলাই ২০২৫, ০৮:২৬

যুক্তরাষ্ট্রে মেয়াদোত্তীর্ণ ভিসায় অবস্থান করলে স্থায়ী নিষেধাজ্ঞা

যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও যদি কেউ দেশটিতে অবস্থান করেন, তাহলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ওপর স্থায়ী নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে- এমন সতর্কবার্তা দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস।

২৯ জুলাই দুপুরে দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, কনস্যুলার অফিসারদের কাছে প্রতিটি আবেদনকারীর সম্পূর্ণ অভিবাসন ইতিহাস সংরক্ষিত থাকে। আগের যে কোনো নিয়মভঙ্গের তথ্য তারা সহজেই জানতে পারেন এবং তা ভবিষ্যতের ভিসা আবেদনে প্রভাব ফেলতে পারে।

দূতাবাসের ভাষ্য অনুযায়ী, “ভুল করে নিয়ম ভাঙা” বলে দায় এড়ানোর সুযোগ নেই। ভিসার শর্ত মেনে চলা সম্পূর্ণরূপে ভিসাধারীর দায়িত্ব। মেয়াদোত্তীর্ণ অবস্থায় যুক্তরাষ্ট্রে অবস্থান করলে নতুন ভিসা পাওয়ার সুযোগ একেবারে বন্ধ হয়ে যেতে পারে, এমনকি ফৌজদারি মামলার মুখোমুখিও হতে পারেন সংশ্লিষ্ট ব্যক্তি।

এই সতর্কবার্তা মূলত বাংলাদেশি নাগরিকদের উদ্দেশে দেওয়া হয়েছে, যারা যুক্তরাষ্ট্রে ভ্রমণ বা অভিবাসনের পরিকল্পনা করছেন।

তথ্যসূত্র: ইউএস অ্যাম্বাসি ঢাকার ফেসবুক পেজ

Logo