Logo
×

Follow Us

বাংলাদেশ

জাপানে ভাষা প্রশিক্ষণের সুযোগ বাড়াতে রাষ্ট্রদূতের আহ্বান

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ জুলাই ২০২৫, ০৮:২০

জাপানে ভাষা প্রশিক্ষণের সুযোগ বাড়াতে রাষ্ট্রদূতের আহ্বান

জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শাহাবুদ্দিন দাউদ আলী দেশটির ভাষা প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলোকে আরো বেশি বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি করার আহ্বান জানিয়েছেন।

২৬ জুলাই ওসাকায় আয়োজিত এক সেমিনারে তিনি বলেন, “বাংলাদেশে রয়েছে বিপুল সংখ্যক উদ্যমী, শিক্ষিত ও প্রযুক্তিজ্ঞানসম্পন্ন তরুণ, যারা যথাযথ ভাষা প্রশিক্ষণের মাধ্যমে জাপানের শ্রমবাজারে কার্যকরভাবে অবদান রাখতে পারে”।

সেমিনারটির শিরোনাম ছিল “বাংলাদেশ থেকে শিক্ষার্থী আনার ক্ষেত্রে জাপানি ভাষা প্রশিক্ষণ প্রতিষ্ঠানের চ্যালেঞ্জ ও সম্ভাবনা”। এই আয়োজন যৌথভাবে করেছে বাংলাদেশ দূতাবাস, টোকিও এবং বাংলাদেশ স্টুডেন্টস সাপোর্ট অ্যাসোসিয়েশন ইন জাপান (BSSAJ)।

রাষ্ট্রদূত বলেন, “জাপানে ক্রমবর্ধমান শ্রমঘাটতি দেখা দিচ্ছে, ফলে দক্ষ বিদেশি কর্মীদের চাহিদা বাড়ছে। ভাষা প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলো এই সুযোগ কাজে লাগাতে পারে”।

সেমিনারে অংশ নিয়েছেন প্রায় ৩০টি জাপানি ভাষা প্রশিক্ষণ প্রতিষ্ঠানের প্রতিনিধি।

কিউশু বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. আসির আহমেদ, BSSAJ সভাপতি নাগামাসু ফারুকসহ অন্যান্য বক্তারা বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভাষা শিক্ষায় আরো সুযোগ তৈরির আহ্বান জানান।

তথ্যসূত্র: বাসস

Logo