Logo
×

Follow Us

বাংলাদেশ

গ্রিসে ক্ষতিগ্রস্ত ২১০ বাংলাদেশিকে বিনামূল্যে পাসপোর্ট বিতরণ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ জুলাই ২০২৫, ০৭:১৫

গ্রিসে ক্ষতিগ্রস্ত ২১০ বাংলাদেশিকে বিনামূল্যে পাসপোর্ট বিতরণ

গ্রিসে বাংলাদেশি অধ্যুষিত এলাকা নেয়া মানোলদায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২১০ জন বাংলাদেশিকে বিনামূল্যে নতুন পাসপোর্ট প্রদান করবে দেশটির বাংলাদেশ দূতাবাস। পুড়ে যাওয়া পাসপোর্ট, রেসিডেন্স কার্ড ও অন্যান্য গুরুত্বপূর্ণ নথিপত্র পুনরায় পেতে দূতাবাস জরুরি কনস্যুলার সেবা চালু করেছে।

গত ১৩ মে নেয়া মানোলদার একটি কৃষি খামারে অবস্থিত শ্রমিক আবাসনে আগুন লাগে। এতে আনুমানিক এক হাজার বাংলাদেশি ক্ষতির মুখে পড়েন। তাদের মধ্যে ২১০ জনের পাসপোর্টসহ সব গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে যায়। বাকিরা গ্রিসে বসবাসের রেসিডেন্স কার্ড, স্থানীয় ব্যাংকের এটিএম কার্ড, ট্যাক্স কার্ড (আফিমি), স্বাস্থ্যসেবা কার্ড (আমকা) সহ প্রয়োজনীয় সবকিছু হারান।

ঘটনার পরপরই এথেন্সে অবস্থিত বাংলাদেশ দূতাবাস সরেজমিন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে। রাষ্ট্রদূত নাহিদা রহমান সুমনা, প্রথম সচিব রাবেয়া বেগমসহ দূতাবাসের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ান এবং তাদের সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন।

পরবর্তী সময়ে ১৭ ও ১৮ মে সেখানে ভ্রাম্যমাণ কনস্যুলার সেবা পরিচালনা করে দূতাবাস। ওই সময় আগুনে পুড়ে যাওয়া পাসপোর্টধারীদের কাছ থেকে বিনামূল্যে নতুন পাসপোর্টের আবেদন গ্রহণ করা হয়। যাদের অন্যান্য সনদপত্রও পুড়ে গেছে, তাদের ক্ষেত্রেও বিনা খরচে সনদপত্রের জন্য আবেদন গ্রহণ করা হয়।

বাংলাদেশ দূতাবাসের ধারাবাহিক উদ্যোগে পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদপ্তরের সহযোগিতায় ক্ষতিগ্রস্ত ২১০ বাংলাদেশিকে বিনামূল্যে পাসপোর্ট প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়। পরে ২৮ ও ২৯ জুন দ্বিতীয় দফা ভ্রাম্যমাণ কনস্যুলার সেবায় স্থানীয় ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ থেকে আগুনে পুড়েছে- এমন সনদপত্র বিতরণ করা হয়।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের জন্য প্রস্তুতকৃত পাসপোর্ট ও সনদপত্র আগামী ২ ও ৩ আগস্ট নেয়া মানোলদায় আয়োজিত কনস্যুলার ক্যাম্পে বিতরণ করা হবে।

এই মানবিক সহায়তার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদপ্তরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে গ্রিসে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

তথ্যসূত্র: দৈনিক বাংলাদেশ প্রতিদিন

Logo