Logo
×

Follow Us

বাংলাদেশ

গ্রিসের উপ-প্রতিরক্ষামন্ত্রীর সাথে রাষ্ট্রদূতের সাক্ষাৎ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ জুলাই ২০২৫, ০৭:১৩

গ্রিসের উপ-প্রতিরক্ষামন্ত্রীর সাথে রাষ্ট্রদূতের সাক্ষাৎ

গ্রিসের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন বাংলাদেশের রাষ্ট্রদূত নাহিদা সুমনা রহমান এবং গ্রিসের উপ-প্রতিরক্ষামন্ত্রী আথানাসিওস ডাভাকিস। ২৪ জুলাই অনুষ্ঠিত এই বৈঠকে দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতা, প্রশিক্ষণ বিনিময় এবং গবেষণা ও উন্নয়ন কার্যক্রমে যৌথ অংশগ্রহণ নিয়ে আলোচনা হয়।

বৈঠকের শুরুতেই উপমন্ত্রী ঢাকার মাইলস্টোন স্কুলে যুদ্ধবিমান বিধ্বস্তে নিহতদের প্রতি শোক প্রকাশ করেন, বিশেষ করে শিক্ষিকা মাহরিন চৌধুরীর সাহসিকতার প্রশংসা করেন। রাষ্ট্রদূত তার সহানুভূতির জন্য কৃতজ্ঞতা জানান।

রাষ্ট্রদূত সুমনা বাংলাদেশের প্রতিরক্ষা খাতে অগ্রগতি তুলে ধরেন এবং বাংলাদেশ ন্যাশনাল ডিফেন্স কলেজের একটি স্টাডি ট্যুরের প্রস্তাব দেন। উপমন্ত্রী ডাভাকিস বাংলাদেশের প্রতিরক্ষা অবকাঠামোতে আগ্রহ প্রকাশ করেন এবং বাংলাদেশি সেনা সদস্যদের গ্রিসে প্রশিক্ষণের সম্ভাবনা নিয়ে ইতিবাচক মনোভাব দেখান।

বৈঠকে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে; গ্রিসে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের অবস্থা। উপমন্ত্রী তার নির্বাচনী এলাকায় বাংলাদেশি শ্রমিকদের চ্যালেঞ্জ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। রাষ্ট্রদূত ভিসা প্রক্রিয়া ও অভিবাসন-সংক্রান্ত জটিলতা ব্যাখ্যা করেন, যার জবাবে ডাভাকিস গ্রিক কর্তৃপক্ষের কাছে বিষয়টি তুলবেন বলে আশ্বাস দেন এবং রাষ্ট্রদূতকে তার নির্বাচনী এলাকা পরিদর্শনের আমন্ত্রণ জানান।

বৈঠক শেষে সাংস্কৃতিক উপহার বিনিময়ের মাধ্যমে পারস্পরিক শ্রদ্ধা ও বন্ধুত্বের প্রতীকী প্রকাশ ঘটে। উভয় পক্ষই বাংলাদেশ-গ্রিস সম্পর্ক আরো গভীর করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

তথ্যসূত্র: দ্য অবজারভার 

Logo