অবৈধ হয়ে দেশে ফেরা প্রবাসীরা কি আবার ইউএই যেতে পারবেন?

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৪ জুলাই ২০২৫, ০৮:৫২

সংযুক্ত আরব আমিরাত থেকে নির্বাসিত ব্যক্তিদের পুনরায় দেশে প্রবেশের প্রক্রিয়া নিয়ে স্পষ্ট নির্দেশনা দিয়েছে জেনারেল ডিরেক্টোরেট অব রেসিডেন্সি অ্যান্ড ফরেন এফেয়ার্স (জিডিআরএফএ)। খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, আইনি ও প্রশাসনিক নির্বাসন; এই দুই ধরনের নিষেধাজ্ঞার ক্ষেত্রে পুনরায় প্রবেশের নিয়ম ও শর্ত ভিন্ন।
আইনি নির্বাসন সাধারণত আদালতের আদেশে হয়, বিশেষ করে ফৌজদারি অপরাধ বা যৌন সহিংসতার মামলায় দোষী সাব্যস্ত হলে। এই ধরনের নির্বাসনের ক্ষেত্রে পুনরায় প্রবেশের অনুমতি পাওয়া কঠিন, তবে বিশেষ অনুমতির মাধ্যমে আবেদন করা সম্ভব। আবেদনপত্রে থাকতে হয় পূর্ববর্তী রেসিডেন্সি তথ্য, নির্বাসনের কারণ এবং পরবর্তী পরিস্থিতির বিবরণ।
অন্যদিকে, প্রশাসনিক নির্বাসন হয় ফেডারেল আইডেন্টিটি অ্যান্ড সিটিজেনশিপ অথরিটি (এফআইসিএ)-এর মাধ্যমে, যদি কোনো ব্যক্তি জনস্বার্থ, নিরাপত্তা বা নৈতিকতার জন্য হুমকি হন। এই নিষেধাজ্ঞা আবেদন করে বাতিল করা সম্ভব, বিশেষ করে যদি পরিস্থিতির পরিবর্তন বা ভুল তথ্যের ভিত্তিতে নির্বাসন হয়ে থাকে।
নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য আবেদন করতে হয় ডিরেক্টর জেনারেল অব এফআইসিএর কাছে, যেখানে যাচাইকৃত দলিল ও প্রমাণসহ যুক্তিসম্মত কারণ তুলে ধরতে হয়। আবেদন যাচাই করে একটি বিশেষ কমিটি সিদ্ধান্ত গ্রহণ করে।
এছাড়া যারা ব্ল্যাকলিস্ট বা প্রশাসনিক তালিকায় রয়েছেন, তারা নির্দিষ্ট সময় পর আবেদন করে নাম বাদ দিতে পারেন। ব্ল্যাকলিস্টে থাকা ব্যক্তিদের ক্ষেত্রে আদালত বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের লিখিত আদেশ প্রয়োজন, আর প্রশাসনিক তালিকা থেকে নাম বাদ দেওয়া যায় এক বছর পর আবেদন করে।
এই প্রক্রিয়া জটিল হলেও অসম্ভব নয়। যারা নির্বাসিত হয়েছেন, তারা আইনি সহায়তা ও যথাযথ দলিলের মাধ্যমে পুনরায় প্রবেশের সুযোগ পেতে পারেন, যদি তারা নির্বাসনের কারণ ও পরবর্তী পরিবর্তন যুক্তিসম্মতভাবে তুলে ধরেন।
তথ্যসূত্র: খালিজ টাইমস