Logo
×

Follow Us

বাংলাদেশ

কৃষি খাতে বাংলাদেশ-মালয়েশিয়া চুক্তি স্বাক্ষর

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ জুলাই ২০২৫, ০৮:২৮

কৃষি খাতে বাংলাদেশ-মালয়েশিয়া চুক্তি স্বাক্ষর

বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে কৃষি খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উচ্চমানের সার আমদানির জন্য জি টু জি ভিত্তিতে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

১৬ জুলাই ২০২৫ তারিখে কুয়ালালামপুরের ম্যান্ডারিন ওরিয়েন্টাল হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (BADC) এবং মালয়েশিয়ার FELCRA Niaga Sdn Bhd (FNSB)–এর মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের হাইকমিশনার হিজ এক্সেলেন্সি মো. শামীম আহসান, যিনি চুক্তির গুরুত্ব তুলে ধরেন। মালয়েশিয়ার পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ডাতুক ড. সাংকার রাক্সাম এবং বাংলাদেশের পক্ষে ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আহমেদ ফয়সাল ইমাম।

এছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিএডিসি চেয়ারম্যান মো. রুহুল আমিন খান, মন্ত্রী ও উপ-হাইকমিশনার মোসাম্মাৎ শাহানারা মনিকা এবং বাংলাদেশ হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি (বাণিজ্য) প্রণব কুমার ঘোষসহ অন্যান্য বাংলাদেশি কর্মকর্তারা।

চুক্তির আওতায় উচ্চমানের সার সরবরাহ ও বিতরণে দুই দেশের মধ্যে সহযোগিতার কাঠামো নির্ধারণ করা হয়েছে। এই অংশীদারিত্ব ভবিষ্যতে যৌথ উদ্যোগ, গবেষণা, প্রযুক্তি বিনিময়, দক্ষতা উন্নয়ন এবং কৃষি খাতে বাণিজ্য সম্প্রসারণের নতুন পথ উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।

বিশ্লেষকদের মতে, এই উদ্যোগ বাংলাদেশের কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং কৃষক ও কৃষি সংশ্লিষ্ট অংশীজনদের জন্য দীর্ঘমেয়াদি সুফল বয়ে আনবে।

তথ্যসূত্র: দ্য সান, মালয়েশিয়া

Logo