Logo
×

Follow Us

বাংলাদেশ

বিশ্ব পাসপোর্ট সূচকে এগিয়েছে বাংলাদেশ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ জুলাই ২০২৫, ১৩:৪৬

বিশ্ব পাসপোর্ট সূচকে এগিয়েছে বাংলাদেশ

বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচকে তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ। হেনলি পাসপোর্ট ইনডেক্সের সর্বশেষ ত্রৈমাসিক প্রতিবেদনে দেখা গেছে, বর্তমানে বাংলাদেশের অবস্থান ৯৪তম। যা গত বছর ছিল ৯৭তম।  বাংলাদেশি পাসপোর্টের মাধ্যমে ভ্রমণ সুবিধা কিছুটা বেড়েছে।

ইনডেক্স অনুযায়ী, এখন বাংলাদেশি পাসপোর্টধারীরা বিশ্বের ৩৯টি দেশে ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন। হেনলি অ্যান্ড পার্টনারস প্রকাশিত এই পাসপোর্ট ইনডেক্সটি বৈশ্বিক ভিসামুক্ত ভ্রমণ সুবিধার ওপর ভিত্তি করে তৈরি করা হয়। এতে ১৯৯টি পাসপোর্ট এবং ২২৭টি গন্তব্য বিশ্লেষণ করা হয়েছে।

এই তালিকায় শীর্ষ দেশ সিঙ্গাপুর। দেশটির পাসপোর্টধারী নাগরিকরা ১৯৩ দেশ ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন। দ্বিতীয় অবস্থানে আছে জাপান ও দক্ষিণ কোরিয়া। এ তালিকায় ভারতের অবস্থান ৭৭ এবং পাকিস্তানের অবস্থান ৯৬।

Logo