Logo
×

Follow Us

বাংলাদেশ

এক প্রবাসীর সহযোগিতায় রাঙামাটিতে শিশুদের খেলার সামগ্রী বিতরণ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ জুলাই ২০২৫, ০৭:৪২

এক প্রবাসীর সহযোগিতায় রাঙামাটিতে শিশুদের খেলার সামগ্রী বিতরণ

রাঙামাটির কাউখালী উপজেলার ঘাগড়া বহুমুখী উচ্চবিদ্যালয়ে ফুটবল প্রশিক্ষণে থাকা শিক্ষার্থীদের জন্য ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে, যা এসেছে এক প্রবাসীর আন্তরিক সহযোগিতায়। ২১ জুলাই সকাল সাড়ে ১০টায় বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় ১১ জোড়া বুট, ১১ জোড়া মোজা ও ২টি ফুটবল। বিদ্যালয়ের প্রধান শিক্ষক চন্দ্রা দেওয়ান জানান, কিশোর আলোতে খেলার সামগ্রীর সংকট নিয়ে সংবাদ প্রকাশের পর নেপালে অবস্থানরত ইউনিসেফের এক কর্মকর্তা তাদের সঙ্গে যোগাযোগ করেন। তিনি শিক্ষার্থীদের জন্য ১৭ জোড়া বুট, ১৭ জোড়া ইনার, ১৭ জোড়া মোজা, ১৭ জোড়া শিনগার্ড ও ৫টি বল পাঠিয়েছেন। এই সহায়তা দিয়ে শিক্ষার্থীরা আগামী কয়েক মাস নিয়মিত অনুশীলন চালিয়ে যেতে পারবে বলে আশা প্রকাশ করেন প্রধান শিক্ষক। উল্লেখ্য, এই বিদ্যালয় থেকেই উঠে এসেছেন জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড় ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা, রুপনা চাকমা, আনাই মগিনি ও আনুচিং মগিনি। তাদের উত্তরসূরিরাই এখন হোস্টেলে থেকে ফুটবল প্রশিক্ষণ নিচ্ছে। দীর্ঘ ১৪ বছর ধরে এই বিদ্যালয় দেশের নারী ফুটবলে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। নবম শ্রেণির দীপা চাকমা ও অষ্টম শ্রেণির স্মৃতি চাকমা জানান, সামগ্রীর অভাবে অনুশীলনে ব্যাঘাত ঘটছিল। এখন তারা আরো মনোযোগ দিয়ে খেলতে পারবে এবং ভবিষ্যতে দেশের জন্য কিছু করতে পারবে বলে আশাবাদী। এর আগে ১৩ জুলাই কিশোর আলোর পক্ষ থেকে শিক্ষার্থীদের জন্য ৪০০ কেজি চাল সরবরাহ করা হয়। এই খাদ্য ও ক্রীড়া সহায়তা তহবিলে অনুদান দিয়েছেন শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগর। এই উদ্যোগ শুধু ক্রীড়া নয়, বরং প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের স্বপ্ন ও সম্ভাবনার প্রতি এক আন্তরিক সম্মান।

তথ্যসূত্র: কিশোর আলো

Logo