Logo
×

Follow Us

বাংলাদেশ

বিদেশে শ্রমিক পাঠানো ও রেমিট্যান্স বৃদ্ধিতে দক্ষতা জরুরি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ জুলাই ২০২৫, ০৯:৫৪

বিদেশে শ্রমিক পাঠানো ও রেমিট্যান্স বৃদ্ধিতে দক্ষতা জরুরি

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর সম্প্রতি এক আলোচনায় দেশের অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য রেমিট্যান্স ও দক্ষতা উন্নয়নকে প্রধান চালিকাশক্তি হিসেবে চিহ্নিত করেছেন। তার মতে, ডলারের বিনিময় হার ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে হলে রেমিট্যান্স প্রবাহ বাড়ানো অপরিহার্য।

২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশে ৭ বিলিয়ন ডলার বেশি রেমিট্যান্স এসেছে, যা গ্রামীণ অর্থনীতিতে সরাসরি প্রভাব ফেলেছে। তিনি বলেন, রেমিট্যান্স শহর নয়, বরং গ্রামকেন্দ্রিক উন্নয়নের ভিত্তি তৈরি করছে। এতে শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও আবাসন ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন দৃশ্যমান।

মনসুর গার্মেন্টস ও রেমিট্যান্সের তুলনায় বলেন, প্রবাসী কর্মীর সংখ্যা গার্মেন্টস শ্রমিকের তিন গুণ এবং রেমিট্যান্সের পুরো অর্থই ভ্যালু অ্যাডিশন হিসেবে গণ্য হয়। তার মতে, ৪৫ বিলিয়ন ডলার রেমিট্যান্স অর্জনের সক্ষমতা বাংলাদেশের রয়েছে, যদি প্রবাসীরা সরাসরি বাংলাদেশি ব্যাংক বা প্রতিষ্ঠানের মাধ্যমে অর্থ পাঠান।

তিনি কারিগরি শিক্ষার অভাব ও অদক্ষ শ্রমিক পাঠানোর প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। বিএ বা এমএ ডিগ্রি থাকলেও দক্ষতা না থাকায় চাকরি পাওয়া কঠিন হয়ে পড়ছে। তিনি বলেন, “একজন গাড়িচালক ৪০ হাজার টাকা আয় করেন অথচ একজন স্নাতক যুবক ২০ হাজার টাকার চাকরিও পায় না।”

বিশ্বব্যাপী সেবা খাতে বাংলাদেশের অংশগ্রহণ কম, বিশেষ করে নার্সিং ও হোটেল-রেস্টুরেন্ট সেক্টরে। ফিলিপাইনের উদাহরণ দিয়ে তিনি বলেন, ভাষা ও দক্ষতার কারণে তাদের মাথাপিছু আয় বাংলাদেশের তিন গুণ।

মনসুর মনে করেন, শিক্ষা, মানসিকতা ও সরকারি নীতির সমন্বয় ছাড়া রেমিট্যান্স প্রবাহ টেকসই হবে না। তিনি প্রবাসীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান এবং বলেন, “শুধু বাড়ি-গাড়ি নয়, দেশের সামগ্রিক উন্নয়নের জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”

তথ্যসূত্র: দৈনিক বণিক বার্তা

Logo