মালদ্বীপের প্রেসিডেন্টকে আম উপহার পাঠালেন প্রধান উপদেষ্টা

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯ জুলাই ২০২৫, ১০:২৮

মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জর জন্য আম উপহার পাঠিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ১৭ জুলাই মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে উপহারের এই আম হস্তান্তর করা হয়।
বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. সোহেল পারভেজ মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রটোকল উইংয়ের যুগ্ম সচিব বাদুরা সাইদের হাতে এ উপহার তুলে দেন।
এ বিষয়ে মো. সোহেল পারভেজ জানান, দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের নিদর্শন হিসেবেই এ উপহার পাঠিয়েছেন অধ্যাপক ইউনূস। বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে সংস্কৃতিগত সাযুজ্য, পারস্পরিক শ্রদ্ধা এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দীর্ঘদিন ধরেই বিদ্যমান।
মালদ্বীপ প্রেসিডেন্টের পক্ষ থেকে যুগ্ম সচিব বাদুরা সাইদ অধ্যাপক ইউনূসকে এ শুভেচ্ছা উপহার পাঠানোর জন্য ধন্যবাদ জানান।
দ্বিপক্ষীয় সম্পর্ককে আরো সুদৃঢ় করতে এ ধরনের সাংস্কৃতিক ও কূটনৈতিক ভূমিকা ‘ইতিবাচক প্রভাব’ ফেলবে বলে মত সংশ্লিষ্টদের।
তথ্যসূত্র: বিডিনিউজ ২৪