Logo
×

Follow Us

বাংলাদেশ

এমিরেটস, ইউএস-বাংলা ও সৌদিয়া কার্গো পেল ‘এয়ারলাইন অব দ্য ইয়ার ২০২৪'

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ জুলাই ২০২৫, ০৯:৩৯

এমিরেটস, ইউএস-বাংলা ও সৌদিয়া কার্গো পেল ‘এয়ারলাইন অব দ্য ইয়ার ২০২৪'

বাংলাদেশের বিমান পরিবহন খাতে সেবার উৎকর্ষতার স্বীকৃতি হিসেবে ‘শেয়ারট্রিপ-মনিটর এয়ারলাইন অব দ্য ইয়ার ২০২৪’ পুরস্কারে এমিরেটস পেয়েছে সেরা আন্তর্জাতিক এয়ারলাইন, ইউএস-বাংলা পেয়েছে সেরা অভ্যন্তরীণ এয়ারলাইন এবং সৌদিয়া কার্গো পেয়েছে সেরা কার্গো এয়ারলাইন সম্মাননা।

৫ জুলাই ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত গালা অনুষ্ঠানে এই পুরস্কার প্রদান করা হয়। ৩ হাজারেরও বেশি ফ্রিকোয়েন্ট ফ্লায়ার অংশগ্রহণ করেন অনলাইন জরিপে, যার ভিত্তিতে ২৩টি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়।

অনুষ্ঠানে গ্যালাক্সি বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান তৌফিক উদ্দিন আহমেদকে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হয় বাংলাদেশের পর্যটন ও বিমান খাতে অবদানের জন্য।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মনিটরের সম্পাদক কাজী ওয়াহিদুল আলম, জুরি কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. এম. সাদিকুল ইসলাম, শেয়ারট্রিপের সিইও সাদিয়া হক, সাবরের কান্ট্রি জেনারেল ম্যানেজার মোহাম্মদ সাইফুল হক এবং প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ের অ্যাক্টিং জেনারেল ম্যানেজার আসিফ আহমেদ।

এ বছর নতুনভাবে ‘বাংলাদেশে জনপ্রিয় এয়ারলাইন ব্র্যান্ড’ ক্যাটাগরি চালু হয়, যেখানে ১২টি এয়ারলাইনকে স্বীকৃতি দেওয়া হয়। এছাড়া সেরা এয়ারপোর্ট লাউঞ্জ ক্যাটাগরিতে এমটিবি এয়ার লাউঞ্জ গোল্ড, ইবিএল স্কাইলাউঞ্জ সিলভার এবং সিটি ব্যাংক অ্যামেক্স লাউঞ্জ ব্রোঞ্জ পুরস্কার পায়।

এই আয়োজনের মাধ্যমে বাংলাদেশের বিমান খাতে সেবার মান উন্নয়ন ও প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরির লক্ষ্যে কাজ করছে আয়োজক প্রতিষ্ঠান বাংলাদেশ মনিটর, যা ২০০৭ সাল থেকে এই পুরস্কার দিয়ে আসছে।

তথ্যসূত্র: বাংলাদেশ মনিটর

Logo