
২০২৪-২৫ অর্থবছরে রেকর্ড রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতিকে গতিশীল করেছেন প্রবাসী শ্রমিকরা, যা ২০২৩-২৪ অর্থবছরের তুলনায় ২৭ শতাংশ বেশি। এই রেকর্ড আয় যেন তাদের শ্রমের যথার্থ ফলাফল বয়ে আনে, সে লক্ষ্যেই প্রয়োজন সুসংগঠিত প্রস্তুতি। কারণ, বিদেশযাত্রা মানেই একটি বড় আর্থিক সিদ্ধান্ত- এজেন্ট ফি, টিকিট, ভিসা, প্রশিক্ষণসহ লাখ টাকা বিনিয়োগ। প্রস্তুতির অভাবে অনেকেই কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হন।
দক্ষতা ও তথ্যভিত্তিক সিভির গুরুত্ব
ভালো সিভি উচ্চ বেতনের কাজ জোগাড়ে সহায়ক। এটি দক্ষতা, অভিজ্ঞতা, ভাষাজ্ঞান, প্রশিক্ষণ ও ব্যক্তিগত বৈশিষ্ট্য তুলে ধরার মাধ্যম। এখন ক্লিনার বা গৃহকর্মীর জন্যও সিভির প্রয়োজন হয়। আমি প্রবাসী অ্যাপ-এ রয়েছে চ্যাটভিত্তিক সিভি বিল্ডার; বাংলা ও ইংরেজি দুই ভাষায়, একদম বিনামূল্যে।
অভিবাসী ঋণ: বিনিয়োগে সহায়তা
ভিসা কার্যকর করতে অর্থের অভাবে থেমে যাওয়ার আগেই প্রবাসীকল্যাণ ব্যাংক থেকে জামানতবিহীন অভিবাসী ঋণ নেওয়া যায় (সর্বোচ্চ ৩ লাখ টাকা)। আবেদন করতে প্রয়োজন হয় ছবি, NID, পাসপোর্ট, ভিসা, স্মার্ট কার্ড, জামিনদার, ব্যাংকের চেক। সুদের হার ৯% (সরল), মেয়াদ ২-৩ বছর।
দালাল থেকে সাবধান
ভুয়া চাকরি, অতিরিক্ত টাকা ও চাপ দিয়ে দালাল প্রতারণা করে। বিএমইটির অনুমোদিত রিক্রুটিং এজেন্সি থেকে যাত্রা করুন, ব্যাংকে লেনদেন করুন, পরিবারের সঙ্গে তথ্য শেয়ার করুন, সব কাগজ যাচাই করে স্মার্ট কার্ড সংগ্রহ করুন।
গন্তব্য দেশ যাচাই করুন
যে দেশে যাচ্ছেন, সে দেশ সম্পর্কে পরিষ্কার ধারণা নিন। কাজের ধরন, বেতন, আবাসন, ভিসা বৈধতা ও নিয়োগপত্র দেখে সিদ্ধান্ত নিন। বিএমইটি ও প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের ওয়েবসাইট, স্থানীয় জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস এবং অভিজ্ঞ প্রবাসীদের সঙ্গে যোগাযোগ করুন।
ভাষাজ্ঞান ও ট্রেড স্কিল
মৌলিক ইংরেজি ও গন্তব্য দেশের ভাষা শেখা আবশ্যক। পাশাপাশি ইলেকট্রিক, কুকিং, ড্রাইভিং, ক্লিনিংয়ের মতো কাজে টিটিসি থেকে প্রশিক্ষণ নেওয়া ও স্বীকৃত সনদ সংগ্রহ করুন।
বিদেশযাত্রার চূড়ান্ত প্রস্তুতি
বিদেশ যেতে যা প্রয়োজন-
- বৈধ পাসপোর্ট
- কর্মসংস্থানের ভিসা
- বিমানের টিকিট
- মেডিকেল সার্টিফিকেট
- নিয়োগপত্র/চুক্তিপত্র
- বিএমইটির স্মার্ট কার্ড
- সরকার নির্ধারিত অভিবাসন ব্যয়
তিনটি আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়া অন্যপথে যাওয়া অপরাধ
যে কোনো প্রয়োজনে বিমানবন্দরের প্রবাসীকল্যাণ ডেস্ক, বিএমইটি অফিস বা www.bmet.gov.bd ওয়েবসাইট থেকে সহায়তা নিন।
মাইগ্রেশন কনসার্ন রিপোর্ট