প্রবাসীদের ভোটাধিকারের দাবিতে ব্রিটিশ বাংলাদেশিদের সংবাদ সম্মেলন

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৫ জুলাই ২০২৫, ১১:৩৪

প্রবাসী ভোটাধিকার বাস্তবায়ন পরিষদ, ইউকের উদ্যোগে “দেড় কোটি প্রবাসীর ভোটাধিকার নিশ্চিতের দাবি” শীর্ষক এক সংবাদ সম্মেলনে প্রবাসীদের ভোটাধিকার বিষয়ক ৫টি দাবি জানানো হয়। গত ৪ জুলাই জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান সংগঠনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ব্রিটেন প্রবাসী বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার নাজির আহমদ।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সদস্য ব্যারিস্টার মো. ইকবাল হোসেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ব্যারিস্টার মুজাক্কির হোসেন, সিনিয়র সাংবাদিক, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক আমার দেশ পত্রিকার নির্বাহী সম্পাদক সৈয়দ আব্দাল আহমদ এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম।
বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমাদের আকুণ্ঠ সমর্থন জানিয়ে ব্যারিস্টার নাজির আহমদ বলেন, দুঃখজনক হলেও সত্য, অতীতের কোনো রাজনৈতিক সরকারই প্রবাসীদের ভোটাধিকার বাস্তবায়নে সত্যিকার আন্তরিকতা দেখায়নি।
প্রবাসীদের পাঁচ দফা দাবি:
১। আগামী সংসদ নির্বাচনে সব প্রবাসীর ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে হবে।
২। প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে নির্বাচন কমিশনের দৃশ্যমান কর্মতৎপরতা দেখতে চাই।
৩। প্রবাসীদের ভোটার তালিকা প্রস্তুতির কাজ শিগগির শুরু হয়েছে দেখতে চাই। সব প্রবাসীর এনআইডি কার্ড প্রদানের পর ভোটার তালিকা প্রস্তুত করতে গেলে আশঙ্কা হচ্ছে আগামী নির্বাচনে প্রবাসীরা ভোট দিতে পারবেন না। তাই ভোটার তালিকা প্রস্তুতি সহজতর করা দরকার। বাংলাদেশি পাসপোর্ট, ফরেন পাসপোর্টে নো ভিসা রিকুয়ার্ড স্ট্যাম্প, জন্ম সনদ, এসএসসি সার্টিফিকেটসহ যে কোনো পাবলিক ডকুমেন্ট বাংলাদেশি নাগরিকত্ব দেখায় বা প্রমাণ করে, তা দেখিয়ে ভোটার তালিকা তৈরি করতে হবে।
৪। প্রবাসীদের ভোটার তালিকা প্রণয়ন ও ভোটাধিকার নিশ্চিতকরণে প্রবাসে বসবাসরত বাংলাদেশিরা হচ্ছেন আসল স্টেকহোল্ডার। তাই তাদের পরামর্শ ও প্রবাসী বিশেষজ্ঞদের মতামত যথাযথভাবে নেওয়ার দাবি জানাচ্ছি।
৫। ব্রিটেনে বাংলাদেশ হাইকমিশনারকে রিটার্নিং অথবা প্রিসাইডিং অফিসার নিযুক্ত করে প্রয়োজনীয় বুথ সরবরাহ করে ফিজিক্যাল ভোটের ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানাচ্ছি।
লিখিত বক্তব্যের পর ব্যারিস্টার নাজির আহমদ সাংবাদিকদের বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর দেন।
তথ্যসূত্র: দৈনিক জনকণ্ঠ