Logo
×

Follow Us

বাংলাদেশ

বাহরাইনের ভিসা সংকট সমাধানে আশা জাগছে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ জুলাই ২০২৫, ১৮:৫৭

বাহরাইনের ভিসা সংকট সমাধানে আশা জাগছে

বাহরাইনে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার গেল ৩০ জুন দেশটির সরকারের উচ্চ পর্যায়ের এক মন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আন্ডার সেক্রেটারির সাথে বৈঠক করেছেন।বাহরাইনের যুববিষয়ক মন্ত্রী রাওয়ান বিন্ত নাজিব তৌফিকের সঙ্গে সৌজন্য সাক্ষাতে দুই দেশের মধ্যে সুসম্পর্ক বিভিন্ন খাতে বিস্তৃত করার বিষয়ে আলোচনা হয়। 

আর দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি শেখ নাসের বিন আবদুর রহমান আল খলিফার সাথে অনুষ্ঠিত বৈঠককে আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ ছিল বলে জানিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রদূত। বৈঠকে শেখ নাসের বিন আবদুর রহমান আল খলিফা বলেছেন, বাংলাদেশি কমিউনিটির মানুষের আচরণে তারা সন্তুষ্ট। বাহরাইন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে শেখ নাসের অত্যন্ত প্রভাবশালী হিসেবে পরিচিত।

রাষ্ট্রদূত রইস হাসান সরোয়ান দেশটির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছিলেন। সে সময় ভিসা সংকটের বিষয়ে তারা আলোচনা করেন। দেশটির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী সালমান বিন হামাদ আল খলিফা প্রবাসী বাংলাদেশিদের ভিসা সংকট সমাধানের প্রতিশ্রুতি দিয়েছিলেন।  

এমন একসময় এসব বৈঠক হয়েছে, যখন সাত বছর ধরে দেশটিতে প্রবাসী বাংলাদেশিদের জন্য সব ধরনের ভিসা বন্ধ আছে। ফ্যামিলি বা ট্যুরিস্ট ভিসাও বন্ধ থাকার কারণে প্রবাসী বাংলাদেশিদের ভোগান্তি চরমে উঠেছে। 

বাহরাইনে বাংলাদেশের রাষ্ট্রদূতের সাথে ধারাবাহিক এসব বৈঠকের কারণে প্রবাসীদের মধ্যে ভিসা সংকট সমাধানের আশা জাগছে। ৩০ জুন দুই বৈঠকের বিষয়ে রইস হাসান সরোয়ার জানিয়েছেন, তার মনে হয়েছে, বাহরাইন সরকার বর্তমানে বাংলাদেশিদের বিষয়ে অনেক বেশি আন্তরিক ও ইতিবাচক। ফলে এই সুযোগ কাজে লাগাতে হবে প্রবাসী বাংলাদেশিদের। 

প্রবাসীদের ধৈর্য ধরতে বলেছেন রাষ্ট্রদূত। কোনো প্রকার বিরোধ বা বিবাদে না জড়াতে অনুরোধ করেছেন, যাতে করে বাংলাদেশি কমিউনিটির কোনো বদনাম না হয়। বাহরাইনে আছেন দেড় লাখ প্রবাসী বাংলাদেশি। দেশটির আইন কানুন, নিয়ম, রীতি-নীতি মানা, পরিচ্ছন্নতার চর্চা বাড়ানো, প্রবাসীদের সব আচরণে তার প্রতিফলন ঘটানোকে এখন প্রবাসীদের বড় দায়িত্ব হিসেবে মনে করেন বাহরাইনে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার।  

কমিউনিটিতে রাজনীতি নিয়ে বিবাদ না করা, ভারত, পাকিস্তানসহ অন্য কোনো দেশের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে নেতিবাচক মন্তব্য থেকে বিরত থাকা গুরুত্বপূর্ণ। প্রবাসীদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা হলে দেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে। নিরাপত্তা বাড়বে, বাহরাইন সরকারের কাছে বাংলাদেশিদের গ্রহণযোগ্যতা বাড়বে। ফলে ভিসা সংকট মোচনের লক্ষ্য অর্জন করা সহজ হবে। 

এখন বাহরাইন প্রবাসীরা আশায় আছেন, অন্তত ফ্যামিলি বা ট্যুরিস্ট ভিসা চালু হলে পরিবারের সদস্যদের সাথে তাদের মিলিত হওয়ার সুযোগ সৃষ্টি হবে।

Logo