Logo
×

Follow Us

বাংলাদেশ

কোন ব্যাংকগুলোতে রেমিট্যান্স পাঠাতে আস্থা রেখেছেন প্রবাসীরা?

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ জুলাই ২০২৫, ০৯:১১

কোন ব্যাংকগুলোতে রেমিট্যান্স পাঠাতে আস্থা রেখেছেন প্রবাসীরা?

২০২৪-২৫ অর্থবছরের শেষ মাস জুনে ২৮২ কোটি ডলার সমপরিমাণ রেমিট্যান্স এসেছে দেশে। আগের অর্থবছরের একই মাসে এসেছিল ২৫৪ কোটি ডলার। গত জুনে বেড়েছে প্রায় ২৮ কোটি ডলার বা ১১ শতাংশ। সব মিলিয়ে গত অর্থবছরে প্রথমবারের মতো প্রবাসী আয় ৩০ বিলিয়ন ডলারের মাইলফলক ছাড়িয়েছে। 

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, সরকারি ছয়টি ব্যাংকে এসেছে প্রায় ৬৩ কোটি ডলার, যার মধ্যে সবচেয়ে বেশি অগ্রণী ব্যাংকে সাড়ে ২৯ কোটি ডলার এসেছে। এরপরের অবস্থানে আছে জনতা ব্যাংক, যাদের মাধ্যমে এসেছে প্রায় সাড়ে ১৪ কোটি ডলার। রেমিট্যান্স আনায়নে সরকারি ব্যাংকগুলোর মধ্যে তৃতীয় স্থানে থাকা রূপালী ব্যাংকে এসেছে প্রায় সাড়ে ১৩ কোটি ডলার। সোনালী ব্যাংকে এসেছে সাড়ে ৫ কোটি ডলারের মতো। বেসিক ব্যাংকে কিছু এলেও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকে আসেনি কোনো রেমিট্যান্স।

অন্যদিকে বিশেষায়িত ব্যাংকের মধ্যে কৃষি ব্যাংক রেমিট্যান্স আনার ক্ষেত্রে সবচেয়ে সফল। এ ব্যাংকটির মাধ্যমে এসেছে সাড়ে ৪০ কোটি ডলারেরও বেশি রেমিট্যান্স। 

বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে প্রতিবারের মতোই সবচেয়ে সফল ব্যাংক বাংলাদেশ ইসলামী ব্যাংক। বিগত জুন মাসে এ ব্যাংকের মাধ্যমে এসেছে ৪৯ কোটি ডলার। তালিকায় দ্বিতীয় স্থানে আছে ব্র্যাক ব্যাংক, যার মাধ্যমে এসেছে ১৫.৭১ কোটি ডলার। তৃতীয় স্থানে থাকা ট্রাস্ট ব্যাংকের মাধ্যমে এসেছে ১২.৪৫ কোটি ডলার। এছাড়া পূবালী ব্যাংক, ঢাকা ব্যাংক, সিটি ব্যাংক, ব্যাংক এশিয়া, ন্যাশনাল ব্যাংকসহ আরো কয়েকটি ব্যাংক রেমিট্যান্স আনার ক্ষেত্রে সফল হয়েছে।

তথ্যসূত্র: বাংলাদেশ ব্যাংক

Logo