Logo
×

Follow Us

বাংলাদেশ

জর্ডান ও ব্রুনাইয়ে চাকরির খবর, আবেদনের শেষ তারিখ ৬ জুলাই

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ জুলাই ২০২৫, ২১:০০

জর্ডান ও ব্রুনাইয়ে চাকরির খবর, আবেদনের শেষ তারিখ ৬ জুলাই

সরকারিভাবে কম খরচে চাকরি নিয়ে বিদেশ যাওয়ায় অন্যতম বিশ্বস্ত মাধ্যম বোয়েসেল। বোয়েসেল সর্বশেষ সার্কুলার থেকে আপডেট জানাতেই আমাদের এই আয়োজন। আজ জানাবো দুইটি দেশের চাকরির খবর। একটি জর্ডান আর অন্যটি ব্রুনাই। জর্ডানের চাকরিটি রেডিমেইড গার্মেন্টস সেক্টরের।

জর্ডানের এপিক ডিজাইনার্স কোম্পানি তিনটি পোস্টে নারী ও পুরুষ মিলিয়ে ২২ জন মেশিন অপারেটর নেবে। তার মধ্যে নারী ১০ জন এবং পুরুষ ১২ জন। 

কোম্পানিটি মাসিক বেতন দেবে ১৩০ জর্ডানি ডলার সমমানের প্রায় সাড়ে ২২ হাজার টাকা। তিন বছরের চুক্তিতে যেতে হবে কর্মীদের, বয়স হতে হবে ২০ থেকে ৩৯ বছরের মধ্যে।

কোম্পানি কর্মীর থাকা, খাওয়া, বিমান ভাড়া দেবে। আবেদন করতে হবে বোয়েসেলের অনলাইন লিংকে। আবেদনের শেষ তারিখ ৩ জুলাই, বিকেল ৩টা পর্যন্ত।

যোগ্য প্রার্থীদের ৪ জুলাই শুক্রবার সকাল ৮টায় মিরপুর ১, দারুস সালাম মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে সাক্ষাৎকারের জন্য যেতে হবে। সাথে নিতে হবে ৪ কপি পাসপোর্ট সাইজের ছবি, মূল পাসপোর্ট, শিক্ষাগত যোগ্যতা বা অভিজ্ঞতার সার্টিফিকেটসহ আরো কাগজপত্র।  

ব্রুনাই: ভারী গাড়ির ড্রাইভার, ক্লিনার ও জেনারেল লেবার হিসেবে ৯ জন লোক নেবে দুটি কোম্পানি। এর মধ্যে একজন ড্রাইভার, দুইজন ক্লিনার নেবে ব্রুনাইয়ের হেলেনা কোম্পানি। আর সায়ারিকাত কোম্পানি নেবে ৬ জন জেনারেল লেবার। এসব কর্মীর বয়স হতে হবে ২২ থেকে ৪৫-এর মধ্যে। ড্রাইভারের বেতন হবে ৬০০ ব্রুনাই ডলার সমমানের মাসিক সাড়ে ৫৭ হাজার টাকা বেশি। আর ক্লিনার ও জেনারেল লেবারদের বেতন হবে দৈনিক ২০ ব্রুনাই ডলার সমমানের প্রায় ১ হাজার ৯১৭ টাকা। কোম্পানির সাথে দুই বছরের চুক্তি করতে হবে। ব্রুনাইয়ের কোম্পানি থাকা, খাওয়া ও বিমান ভাড়া দেবে। এই তিন পদে আবেদনের শেষ সময় ৬ জুলাই।

এসব সেক্টরে যোগ্যতা থাকলে আপনিও নিতে পারেন বিদেশে চাকরির সুযোগ। এসব সার্কুলারের খুঁটিনাটি জানতে ও আবেদন করতে পারবেন বোয়েসেলের ওয়েবসাইট থেকে। আবেদন করতে পারেন এই লিংকে  

Logo