Logo
×

Follow Us

বাংলাদেশ

বিদেশে পাঠানো যাবে সর্বোচ্চ ১ লাখ ডলার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ জুন ২০২৫, ০৮:২৭

বিদেশে পাঠানো যাবে সর্বোচ্চ ১ লাখ ডলার

বৈধপথে প্রবাসে অর্থ পাঠানোর নিয়ম আরো সহজ করল বাংলাদেশ ব্যাংক। এখন থেকে শিল্প ও সেবা খাতের সব ধরনের প্রতিষ্ঠান বার্ষিক বিক্রির ১ শতাংশ অথবা সর্বোচ্চ ১ লাখ ডলার পর্যন্ত বৈদেশিক লেনদেনে অর্থ পাঠাতে পারবে। তবে ব্যাংক, বীমা, ক্ষুদ্রঋণ ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান এই সুবিধার আওতায় আসছে না।

বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ ১৯ জুন এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

সেখানে বলা হয়, চলতি হিসাবে পণ্য আমদানি বা সেবা গ্রহণ বাবদ বিদেশে সর্বোচ্চ এক লাখ ডলার পর্যন্ত অর্থ পাঠানো যাবে, যা আগের চেয়ে সহজ ও দ্রুত হবে। এ সুবিধা আগে কেবল শিল্প ও নির্বাচিত সেবা খাতের জন্য সীমিত ছিল। এবার ট্রেডিংসহ নানা খাত এতে অন্তর্ভুক্ত হয়েছে।

অর্থনীতিবিদরা বলছেন, এই উদ্যোগ দেশে ব্যবসা সম্প্রসারণে সহায়ক হবে এবং বৈশ্বিক লেনদেনে গতি আনবে।

তবে সতর্কতাস্বরূপ বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, অনুমোদিত ডিলার ব্যাংককে নিশ্চিত হতে হবে, টাকা প্রেরণের আগে সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষের অনুমোদন প্রয়োজন কিনা। প্রয়োজন হলে সেই অনুমতি নিতে হবে। এছাড়া রয়ালটি, প্রযুক্তি জ্ঞান ফি, টেকনিক্যাল সহায়তা ও ফ্র্যাঞ্চাইজি ফি সম্পর্কিত রেমিট্যান্সের ক্ষেত্রে যথারীতি বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্দেশনা অনুসরণ করতে হবে।

নতুন এই নির্দেশনায় বলা হয়েছে, শুধু ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান; যেমন- বীমা কোম্পানি, পুঁজিবাজার মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান, মাইক্রো ফিন্যান্স প্রতিষ্ঠান এই সুবিধার বাইরে থাকবে।

ফলে বাণিজ্যিক সেবা খাতের প্রতিষ্ঠানগুলো ব্যবসার প্রয়োজনে এখন আরো সহজে বিদেশে অর্থ পাঠাতে পারবে।

তথ্যসূত্র: দৈনিক কালের কণ্ঠ

Logo