আবুল বশির, রিয়াদ থেকে
সৌদির রিয়াদে বসেছে কোরবানির হাট

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৮ মে ২০২৫, ১৩:২৮

সৌদি আরবের রাজধানী রিয়াদে বসেছে দেশি গরুর হাট। হাটের জন্য দেশ থেকেই নেয়া হয়েছে গরু, ছাগল। ঈদুল আজহার আগে এই হাট নিয়ে সৌদির রাজধানী রিয়াদে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়েছে।
সৌদিতে বাস করেন ত্রিশ লাখেরও বেশি বাংলাদেশি। তাদের অনেকে দেশের মতো গরু কোরবানি দিতে পারতেন না। সৌদিদের কাছ থেকে পশু; যেমন দুম্বা বা উট কিনে কোরবানি দিতে হতো প্রবাসী বাংলাদেশিদের। কিন্তু এ বছর পরিস্থিতি একটু বদলেছে।
রিয়াদের আজিজিয়া এলাকার এই ফার্মে উন্নত প্রজাতির গরু ছাগল নেয়া হয়েছে বাংলাদেশ থেকে। হাটে আছে সাতশর মতো গরু, যা পর্যাপ্তই বলছেন বিক্রেতারা।
গরুর আকার ও ওজন ভেদে দাম ধরা হয়েছে ৮ হাজার থেকে ১২ হাজার রিয়ালের মধ্যে। এ হাটের ক্রেতাদের ডেলিভারি চার্জ থাকবে না বলে জানান আয়োজকরা।
হাটে মিলবে ওজন অনুযায়ী বিভিন্ন দামের গরু, যার মূল্য নির্ধারণ করা হয়েছে ক্রেতাদের সাধ্যের কথা চিন্তা করে। বিশেষ করে, প্রবাসীদের সময় ও চাহিদার কথা মাথায় রেখে করা হয়েছে অনলাইন বুকিং সুবিধা ও হোম ডেলিভারির ব্যবস্থা।
আল তাসবিহ এগ্রোফার্মার ব্যবস্থাপক তৌকির আহমেদ জানান, " সৌদি থেকেও যেন প্রবাসীরা দেশীয় আবহে কোরবানি আদায় করতে পারেন, সে লক্ষ্যে এ উদ্যোগ নেয়া হয়েছে। আয়োজকদের আশা, এই হাট প্রবাসীদের ঈদ আনন্দ আরো পরিপূর্ণ করবে।
বাংলাদেশি খাবার, সেবা ও সংস্কৃতির সঙ্গে যুক্ত একটি নিরাপদ ও বিশ্বস্ত কোরবানি হাট হিসেবে ইতোমধ্যেই জায়গা করে নিচ্ছে এই আয়োজন। প্রবাসীদের স্বাচ্ছন্দ্য ও সন্তুষ্টিই এই উদ্যোগের মূল লক্ষ্য বলে জানিয়েছেন আয়োজকরা।