Logo
×

Follow Us

বাংলাদেশ

পড়া শেষ না করলে বাতিল হতে পারে ইউএসএ ভিসা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ মে ২০২৫, ১১:৪৪

পড়া শেষ না করলে বাতিল হতে পারে ইউএসএ ভিসা

ঢাকার মার্কিন দূতাবাস শিক্ষার্থীদের সতর্ক করে বলেছে, যদি তারা আমেরিকায় পড়াশোনা শেষ না করে, তাহলে তাদের ভিসা বাতিল হতে পারে।  

এছাড়া দেশ থেকে যাওয়া ছাত্রছাত্রীরা যদি ঝরে পড়ে, ক্লাসে না যায় বা পড়াশোনা ছেড়ে দিলে, শিক্ষাপ্রতিষ্ঠানকে না জানালে তাদের ভিসার সমস্যা হতে পারে।  

এমনকি শিক্ষার্থীরা যদি ভবিষ্যতে আবার আমেরিকার ভিসার জন্য দাঁড়ায় তাহলে তাদের ভিসা নাও দেয়া হতে পারে।  

ঢাকার মার্কিন দূতাবাসের ফেসবুকে এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। সব রকম সমস্যা এড়াতে ভিসার শর্ত মেনে চলার নির্দেশনা দেয়া হয়েছে। শিক্ষার্থী হিসেবে বৈধতার শর্ত মেনে চলার নির্দেশনাও দেয়া হয়েছে। 

Logo