Logo
×

Follow Us

বাংলাদেশ

মালদ্বীপে কর্মরত প্রবাসীদের সতর্ক থাকতে বলল হাইকমিশন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ মে ২০২৫, ০৮:৫১

মালদ্বীপে কর্মরত প্রবাসীদের সতর্ক থাকতে বলল হাইকমিশন

মালদ্বীপে কর্মরত প্রবাসী বাংলাদেশি কর্মীদের কর্মস্থলে দুর্ঘটনা এড়াতে বার্তা দিয়েছে বাংলাদেশ হাইকমিশন। ২৬ মে হাইকমিশনের ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মালদ্বীপে কর্মরত প্রবাসী বাংলাদেশি কর্মীদের অবগতির জন্য জানানো যাচ্ছে, দুর্ঘটনা এড়াতে কর্মস্থলে দায়িত্ব পালনকালে অবশ্যই যথাযথ নিরাপত্তা সরঞ্জাম ব্যবহার করুন। যথাযথ নিরাপত্তা নিশ্চিত না করে কোনো গাছে ওঠা এবং উঁচু স্থানে কাজ করা থেকে বিরত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।

নিরাপত্তা সরঞ্জাম ব্যবহার না করার ফলে বিভিন্ন সময় দুর্ঘটনায় অনেকে আহত এবং নিহত হয়েছেন। সুতরাং এ বিষয়ে বিশেষ সতর্কতা অবলম্বনের জন্য অনুরোধ করা হলো।

তথ্যসূত্র: দৈনিক কালের কণ্ঠ

Logo