Logo
×

Follow Us

বাংলাদেশ

টেকসই উন্নয়নে ডিজিটাল উদ্ভাবনের আন্তর্জাতিক সুযোগ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ মে ২০২৫, ১৮:০৯

টেকসই উন্নয়নে ডিজিটাল উদ্ভাবনের আন্তর্জাতিক সুযোগ

জার্মানির ফেডারেল এডুকেশন অ্যান্ড রিসার্চ মন্ত্রণালয় (BMBF) আয়োজিত ডিজিটাল গ্রিন ট্যালেন্টস অ্যাওয়ার্ড ২০২৫ তরুণ গবেষকদের জন্য একটি আন্তর্জাতিক প্রতিযোগিতা, যা ডিজিটাল প্রযুক্তি ও টেকসই উন্নয়নের সংযোগস্থলে উদ্ভাবনী চিন্তাধারাকে উৎসাহিত করে।

পুরস্কারের বিবরণ

নির্বাচিত ২০ জন গবেষককে প্রদান করা হবে: 

- সম্পূর্ণ অর্থায়িত গবেষণা সফর: ২০২৬ সালে জার্মানির একটি প্রতিষ্ঠান বা কোম্পানিতে সর্বোচ্চ তিন মাসের গবেষণা সফর।

- স্প্রিং স্কুল: এক সপ্তাহব্যাপী কর্মশালা ও নেটওয়ার্কিং প্রোগ্রাম।

- মেন্টরিং প্রোগ্রাম: জার্মানির গবেষণা ও গ্রিনটেক খাতে সংযুক্তির জন্য বিশেষায়িত পরামর্শ।

- আলুমনি নেটওয়ার্ক: ৭২টি দেশের ৩০০+ গবেষকের একটি বৈশ্বিক কমিউনিটিতে অন্তর্ভুক্তি।

যোগ্যতা ও আবেদন প্রক্রিয়া

যোগ্যতা:

- বর্তমানে পিএইচডি প্রোগ্রামে নিবন্ধিত বা মাস্টার্সের শেষ বর্ষে অধ্যয়নরত।

- গবেষণার বিষয়বস্তু ডিজিটাল প্রযুক্তি ও টেকসই উন্নয়নের সংযোগস্থলে।

- বয়সসীমা: সর্বোচ্চ ৩০ বছর (বিশেষ ক্ষেত্রে ব্যতিক্রম প্রযোজ্য)।

- ইংরেজিতে দক্ষতা ও উচ্চতর একাডেমিক ফলাফল।

আবেদন প্রক্রিয়া:

আবেদনপত্রের সাথে প্রয়োজনীয় ডকুমেন্টস:

- শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র।

- ইংরেজি ভাষার দক্ষতার সনদ।

- সংক্ষিপ্ত ভিডিও পরিচিতি।

- প্রকাশনার তালিকা (যদি থাকে)।

- দুইজন একাডেমিক রেফারেন্সের তথ্য।

আবেদনপত্রে ৩০০ শব্দের মধ্যে আপনার গবেষণার পরিকল্পনা ও প্রোগ্রামে অংশগ্রহণের উদ্দেশ্য ব্যাখ্যা করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ৬ জুন ২০২৫, দুপুর ২:০০।

নির্বাচন প্রক্রিয়া

জার্মানির উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞদের একটি জুরি বোর্ড ২০ জন প্রতিভাবান গবেষককে নির্বাচিত করবে। নির্বাচিতদের নাম নভেম্বর ২০২৫-এ একটি অনলাইন অনুষ্ঠানের মাধ্যমে ঘোষণা করা হবে।

আরো তথ্য ও আবেদন

বিস্তারিত জানতে ও আবেদন করতে ভিজিট করুন: www.digitalgreentalents.de 

এই পুরস্কার তরুণ গবেষকদের জন্য একটি অনন্য সুযোগ, যা তাদের আন্তর্জাতিক গবেষণা অভিজ্ঞতা ও পেশাগত নেটওয়ার্ক সম্প্রসারণে সহায়তা করবে। বাংলাদেশের গবেষকদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হতে পারে।

তথ্যসূত্র: ঢাকাস্থ জার্মান দূতাবাস

Logo