
জিলহজ মাসের চাঁদ দেখার ওপর নির্ভর করে ঈদুল আজহা বা কোরবানি ঈদের তারিখ। ১০ জিলহজ কোরবানির ঈদ। আর ৮ থেকে ১৩ জিলহজ, এই দিনগুলো হজের মূল আনুষ্ঠানিকতা হয়ে থাকে। হাজিরা আরাফাতের ময়দানে হাজির হবেন ৫ জুন। আরাফাতের ময়দানের পরদিনই ঈদুল আজহা পালিত হয়।
জ্যোতির্বিজ্ঞানীরা কোরবানির ঈদ কোন দেশে কবে হবে, তা নিয়ে একটা পূর্বাভাস দিয়েছেন, যা প্রকাশ করেছে দুবাইভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ।
পাকিস্তানে ২৭ মে জিলহজ মাসের চাঁদ দেখা যাবে না, নতুন মাসের চাঁদ দেখা যাবে ২৮ মে। ২৯ মে হবে জিলহজ মাসের প্রথম দিন। ফলে দেশটিতে ইদুল আজহা পালিত হবে ৭ জুন। সেই হিসেবে ভারত, বাংলাদেশেও একই সময় অর্থাৎ ৭ জুনে হবে বলে পূর্বাভাস।
সংযুক্ত আরব আমিরাতের এস্ট্রোনমি সোসাইটি পূর্বাভাস দিয়েছে, দেশটিতে কোরবানির ইদ হবে ৬ জুন তারিখে। দেশটিতে আরাফাতের দিনেও সরকারি ছুটি ঘোষণা করা হয়। ফলে কোরবানির ঈদে লম্বা ছুটি পাবেন আমিরাতের মানুষ।
কুয়েতেও ইদুল আজহা পালিত হবে ৬ জুন, শুক্রবার। কুয়েতে ৫ জুন থেকে ৯ জুন পর্যন্ত সরকারি ছুটিও ঘোষণা করা হয়েছে।