Logo
×

Follow Us

বাংলাদেশ

ট্রাম্পের রেমিট্যান্স ট্যাক্সে ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ মে ২০২৫, ১৭:০৮

ট্রাম্পের রেমিট্যান্স ট্যাক্সে ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্ট’ কংগ্রেসে পাস হলে যুক্তরাষ্ট্রের সিটিজেন নন এমন গ্রিনকার্ডধারী, ওয়ার্ক পারমিটধারী, এইচ-১বি ভিসা, এফ-১ ভিসাধারী এবং অবৈধভাবে বসবাসরতরা নিজ দেশে অর্থ পাঠালে ৫ ভাগ হারে ট্যাক্স দিতে হবে। 

প্রস্তাবিত বিলে ট্যাক্সের ক্ষেত্রে কোনো ছাড়-সীমা উল্লেখ নেই। অর্থাৎ যে কোনো অঙ্কের অর্থ পাঠালেই ট্যাক্স দিতে হবে। তবে যুক্তরাষ্ট্রের সিটিজেনদের ক্ষেত্রে এ নিয়ম প্রযোজ্য হবে না। 

১৮ মে রাতে যুক্তরাষ্ট্রের হাউস বাজেট কমিটি ১১১৬ পাতার নতুন এ বিলের পক্ষে ভোট দিয়েছে। সেখানে বিলটি ১৭-১৬ ভোটে পাস হয়। এর ফলে বহুল আলোচিত বিলটি কংগ্রেসের নিম্নকক্ষে ভোটের পথে একধাপ এগিয়ে গেছে। 

বিলটি আইনে পরিণত হলে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে অর্থ পাঠানোর ওপর বড় ধরনের একটি ধাক্কা পড়বে বলে অভিজ্ঞজনরা মনে করছেন। সোনালী এক্সচেঞ্জ, সানম্যান এক্সপ্রেস, স্মৃতি মানি ট্রান্সফার সূত্রে জানা গেছে, বাংলাদেশে ব্যবসা-বিনিয়োগ এবং স্বজনের কাছে নিয়মিত অর্থ প্রেরণকারীদের ৮০ ভাগ হলেন নন-সিটিজেন অর্থাৎ তারা যুক্তরাষ্ট্রের গ্রিনকাডধারী অথবা ওয়ার্ক পারমিটধারী এবং কাগজপত্রহীন প্রবাসী। 

কঠোর শ্রমে অর্জিত অর্থের বড় একটি অংশ তারা স্বজনের কাছে পাঠিয়ে আসছেন। পাঠানো অর্থের ওপর বাংলাদেশ সরকার যখন আড়াই ভাগ হারে বোনাস দিচ্ছে, সে সময়ে ৫ ভাগ হারে ট্যাক্স ধার্যের এ প্রস্তাবকে গরিবের পেটে লাথি মারার শামিল বলে মন্তব্য করছেন মানবাধিকার ও অভিবাসীদের অধিকার নিয়ে সরব ড. পার্থ ব্যানার্জি। 

ড. পার্থ বলেছেন, ভারত, বাংলাদেশ, মেক্সিকো, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপালের জাতীয় অর্থনীতিতে বড় ধরনের ভূমিকা রাখে মার্কিন প্রবাসীদের রেমিট্যান্স। তার ওপর যদি ৫ ভাগ হারে ট্রাম্পের এ ট্যাক্স আরোপের প্রস্তাব আইনে পরিণত হয়, তাহলে গন্তব্যে অর্থের পরিমাণ কমবে। 

স্মৃতি মানি রেমিট্যান্সের সিইও ড. মাহাবুবুর রহমান টুকু জানান, নতুন আইনে শুধু পারিবারিক খরচের জন্য অর্থ পাঠানোর ওপর নয়, শেয়ার বিক্রি বা অন্য বিনিয়োগের লাভের অর্থও এ ট্যাক্সের আওতায় আসবে। এতে যুক্তরাষ্ট্রে বসবাসরত বিদেশিদের জন্য দেশে সম্পদ ব্যবস্থাপনা কঠিন হয়ে পড়বে।

তথ্যসূত্র: দৈনিক বাংলাদেশ প্রতিদিন

Logo