
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই পাখির আঘাতে তার্কিশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের দ্বিতীয় ইঞ্জিনে আগুনের স্পার্ক (স্ফুলিঙ্গ) দেখা দিলে পাইলট তাৎক্ষণিকভাবে জরুরি অবতরণ করেন। ২০ মে সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে।
ফ্লাইটে থাকা ২৯০ জন যাত্রীর সবাইকে নিরাপদে বের করে আনা হয়েছে বলে জানিয়েছে তার্কিশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ।
এয়ারলাইন্সের পাঠানো এক বার্তায় বলা হয়, '২০ মে ঢাকা বিমানবন্দরে জরুরি অবতরণের পর টিকে৭১৩ নম্বর ফ্লাইটটি মেরামতের প্রয়োজনে রানওয়েতে থামানো হয়। সফলভাবে উড্ডয়ন করার কিছুক্ষণ পরই উড়োজাহাজটির দ্বিতীয় ইঞ্জিনে হঠাৎ করে পাখির আঘাত লাগায় সেটি ফিরে আসতে বাধ্য হয়।'
বার্তায় আরো বলা হয়, 'আমরা আনন্দের সঙ্গে নিশ্চিত করছি, সব যাত্রী, ক্রু এবং উড়োজাহাজটি নিরাপদ রয়েছে। যেহেতু উড়োজাহাজটিকে মেরামতের প্রয়োজন, সেটির জন্য কিছুটা সময় লাগবে। এ সময়ে আমাদের সম্মানিত সব যাত্রীর জন্য কাছাকাছি হোটেলে থাকার এবং বিশ্রামের ব্যবস্থা করা হয়েছে।'
শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক রাগিব সামাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, 'উড্ডয়নের সময় পাখির সঙ্গে ধাক্কা লাগে। ওই মুহূর্তে ইঞ্জিনে আগুনের ফুলকির মতো অবস্থা সৃষ্টি হলে পাইলট তাৎক্ষণিকভাবে জরুরি অবতরণ করেন।'
তিনি আরো বলেন, 'উড়োজাহাজটির বর্তমান অবস্থা পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।'
তথ্যসূত্র: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড