সৌদি প্রবাসীদের পাসপোর্ট নিজের কাছে রাখার অনুরোধ দূতাবাসের

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯ মে ২০২৫, ২০:৩৮

সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিদের যার যার পাসপোর্ট নিজের কাছে রাখার অনুরোধ জানিয়েছে রিয়াদের বাংলাদেশ দূতাবাস। পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশমতো ১৯ মে, ২০২৫ প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ অনুরোধ করা হয়েছে।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সৌদি আরবের বিভিন্ন প্রতিষ্ঠানে অথবা সৌদি মালিকানাধীন বাসা বা অফিসে কর্মরত প্রবাসীদের নিজ নিজ পাসপোর্ট নিজের কাছে রাখার অনুরোধ করা হলো। কারো যদি পাসপোর্ট নিজের কাছে না থাকে, সে ক্ষেত্রে জরুরিভিত্তিতে নিকটস্থ সৌদি শ্রম অফিসে অবহিত করতে হবে। প্রয়োজনে দূতাবাসের টোল ফ্রি নম্বর ৮০০১০০০১২৫ -এ যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।
তথ্যসূত্র: রিয়াদের বাংলাদেশ দূতাবাস