Logo
×

Follow Us

বাংলাদেশ

পাকিস্তানিদের জন্য ভিসা সহজ করছে বাংলাদেশ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ মে ২০২৫, ২২:০৫

পাকিস্তানিদের জন্য ভিসা সহজ করছে বাংলাদেশ

বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক আরো ঘনিষ্ঠ করতে এবার পাকিস্তানি নাগরিকদের জন্য ই-ভিসা চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ। পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মুহাম্মদ ইকবাল হোসেন জানিয়েছেন, ই-ভিসা চালু হলে দুই দেশের মধ্যে বাণিজ্য ও যোগাযোগ আরো সহজ হবে।

১৬ মে লাহোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (LCCI) এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন বলে জানিয়েছেন এক্সপ্রেস ট্রিবিউন।

প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের হাইকমিশনার বলেছেন, “দুই দেশের মধ্যে ব্যবসায়ী প্রতিনিধি বিনিময় ও সহজ ভিসা প্রক্রিয়া সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

তিনি বাংলাদেশের নারিকেল ও কয়লা এবং পাকিস্তানের চামড়া, চাল, মাংস, চিনি, মাছসহ বিভিন্ন বাণিজ্যিক পণ্যের সম্ভাবনার কথা তুলে ধরেন।

এছাড়া সরাসরি বিমান যোগাযোগ ও সমুদ্রপথ চালুর বিষয়েও কাজ চলছে বলে জানান তিনি।

হাইকমিশনারের কথায়, “বাংলাদেশ চায় দুই দেশের ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ তৈরি হোক।”

তথ্যসূত্র: ঢাকা মেইল 

Logo