Logo
×

Follow Us

বাংলাদেশ

সহজ শর্তে বাংলাদেশিদের ভিসা দিচ্ছে কুয়েত

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ মে ২০২৫, ২২:০৩

সহজ শর্তে বাংলাদেশিদের ভিসা দিচ্ছে কুয়েত

বিশেষ অনুমতি ছাড়াই কুয়েতের ভিসা সুবিধা পাচ্ছেন বাংলাদেশিরা। সংবাদকর্মীদের সঙ্গে সাক্ষাৎকালে দেশটিতে নিযুক্ত কুয়েতের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন জানান, গেল এক সপ্তাহ ধরে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত না হলেও বাংলাদেশিরা ভিসা পাচ্ছেন লামনা বা বিশেষ অনুমতি ছাড়াই। তিনি ভিসা নিয়ে প্রতারণা না করার ব্যাপারে কঠোরভাবে সতর্ক করেন। 

এ সময় উপস্থিত ছিলেন দূতাবাসের কাউন্সিলর মনিরুজ্জামান, প্রেস ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ আরো অনেকে। রাষ্ট্রদূত বলেন, "যেসব ভিসা আমরা সত্যায়িত করছি, সেখানে নিয়োগকারী প্রতিষ্ঠানের সঙ্গে দূতাবাসের চুক্তি হয়। আমরা নিশ্চিত করি, প্রবাসী বাংলাদেশিরা কুয়েতে আসবেন, তাদের বেতন কেমন হবে, তাদের থাকার ব্যবস্থা কেমন হবে, চিকিৎসার ব্যবস্থা কেমন হবে এবং ছুটির ব্যবস্থা কেমন হবে- এসব আমরা যাচাই করি।"

তিনি আরো বলেন, "এই বিষয়গুলো নিশ্চিত হয়ে ভিসা গ্রহণ করবেন এবং দয়া করে দালালের মাধ্যমে না এসে আমাদের নির্ধারিত পদ্ধতিতে ভিসা গ্রহণ করবেন।"

এ সময় রাষ্ট্রদূত দালালদের মাধ্যমে আসা থেকে সাবধান হওয়ার পরামর্শ দেন এবং যথাযথ প্রক্রিয়া অনুসরণ করার জন্য সবাইকে আহ্বান জানান।

তথ্যসূত্র: দৈনিক জনকণ্ঠ

Logo