Logo
×

Follow Us

বাংলাদেশ

সৌদি আরবে দেশের মুখ উজ্জ্বল রাখার আহ্বান কনসাল জেনারেলের

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ মে ২০২৫, ১১:৪০

সৌদি আরবে দেশের মুখ উজ্জ্বল রাখার আহ্বান কনসাল জেনারেলের

সংবাদের অডিও শুনতে ক্লিক করুন

দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়- এমন কাজ থেকে বিরত থাকতে সৌদি আরব প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মিয়া মোহাম্মদ মাইনুল কবির। 

সম্প্রতি সৌদি আরবের পশ্চিমাঞ্চলের শহর বিশা ও তার পার্শ্ববর্তী এলাকায় বসবাসরত প্রবাসীদের দোরগোড়ায় কনস্যুলেটের সেবা সরাসরি পৌঁছানোর লক্ষ্যে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল বিশা প্রদেশ সফর করেন। 

কনসাল জেনারেল মিয়া মো. মাইনুল কবিরের নেতৃত্বে পাসপোর্ট ও ভিসা, শ্রম কল্যাণ, কনস্যুলার এবং সোনালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে গঠিত একটি প্রতিনিধি দল এ সেবা প্রদান করে।

দুই দিনব্যাপী প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন ধরনের সেবা প্রদান করা হয়। সেবাগুলোর মধ্যে রয়েছে পাসপোর্টের আবেদন গ্রহণ, পাসপোর্ট ডেলিভারি, বিভিন্ন ডকুমেন্ট সত্যায়ন, ট্রাভেল পারমিট প্রদান, জন্ম নিবন্ধনের আবেদন গ্রহণ, প্রবাসীদের আইনি সহায়তা বা প্রয়োজনীয় চিঠি সরবরাহ, প্রবাসী কল্যাণ কার্ড নিবন্ধনের আবেদন গ্রহণ ও বিতরণ, সোনালী ব্যাংকের হিসাব খোলা, বন্ড ক্রয় করাসহ অন্যান্য সেবা। 

পাসপোর্টের আবেদন গ্রহণের ক্ষেত্রে সেবাপ্রার্থীদের ই-পাসপোর্ট গ্রহণের জন্য বিশেষভাবে উৎসাহ প্রদান করা হয়। সবাইকে ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠানো ও স্থানীয় আইন-কানুনগুলো গুরুত্বের সাথে মেনে চলার জন্য পরামর্শ প্রদান করা হয়।

এছাড়া বিশা অঞ্চলের ব্যবসায়ী প্রতিনিধিরা ও এ অঞ্চলে কর্মরত বিভিন্ন পেশাজীবীর সঙ্গে একটি মতবিনিময় সভা করেন কনসাল জেনারেল। ব্যবসায়ী ও পেশাজীবীদের সঙ্গে বাংলাদেশ থেকে অধিক হারে দক্ষ কর্মী নিয়োগের গুরুত্ব, সুযোগ ও করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়।

বিশায় অবস্থিত সায়েন্টিফিক অ্যান্ড মেডিকেল ইকুইপমেন্ট কোম্পানি পরিদর্শন করে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের খোঁজখবর নেওয়া হয়। প্রবাসী কর্মীরা তাদের কর্মস্থল, বেতন, কাজের পরিবেশসহ আনুষঙ্গিক বিষয়ে আলোচনা করেন।

কনসাল জেনারেল প্রবাসী বাংলাদেশি এবং সায়েন্টিফিক অ্যান্ড মেডিকেল ইকুইপমেন্ট কোম্পানির কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেন।

তিনি কোম্পানি কর্তৃপক্ষকে বাংলাদেশ থেকে আরো বেশি শ্রমিক নিয়োগের আহ্বান জানান এবং প্রবাসী শ্রমিকদের বেতন, কাজের পরিবেশসহ আনুষঙ্গিক বিষয় উত্তরোত্তর উন্নতির জন্য অনুরোধ জানান। পরে প্রবাসী বাংলাদেশিদের মাঝে ক্রীড়াসামগ্রী বিতরণ করেন এবং অবসর সময়ে খেলাধুলা করার জন্য তাদের উৎসাহিত করেন।

তথ্যসূত্র: দৈনিক কালের কণ্ঠ 

Logo