Logo
×

Follow Us

বাংলাদেশ

২৫ বিলিয়ন ডলার রেমিট্যান্সের রেকর্ড

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ মে ২০২৫, ১০:০৯

২৫ বিলিয়ন ডলার রেমিট্যান্সের রেকর্ড

সংবাদের অডিও শুনতে ক্লিক করুন

২০২৪-২৫ অর্থবছরের প্রথম ১০ মাস ৭ দিনে দেশে রেমিট্যান্স প্রবাহ ২৫ বিলিয়ন ডলার অতিক্রম করেছে, যা এখন পর্যন্ত কোনো একক অর্থবছরে রেমিট্যান্স আয়ের সর্বোচ্চ রেকর্ড। অর্থবছর শেষ হওয়ার আগেই এ মাইলফলক অর্জন হয়েছে। 

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান ১২ মে বিষয়টি নিশ্চিত করেন। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এর আগে ২০২০-২১ অর্থবছরে দেশে সর্বোচ্চ ২৪ দশমিক ৭৭ বিলিয়ন ডলার এসেছিল। 

ব্যাংকাররা বলছেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর হুন্ডির মাধ্যম দেশে টাকা পাঠানোর প্রবণতা উল্লেখযোগ্যভাবে কমেছে। পাশাপাশি এখন বৈধ চ্যানেলের মাধ্যমে ডলারের বিনিময় হার তুলনামূলক বেশি হওয়ায় প্রবাসীরা আর ঝুঁকি নিয়ে অবৈধ পথে টাকা পাঠাতে আগ্রহী হচ্ছেন না। 

তারা আরো জানান, আগে ঘোষিত ২.৫ শতাংশ প্রণোদনা এখনো চালু রয়েছে। ফলে হুন্ডি ও অর্থ পাচার কমার পাশাপাশি বৈধ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে রেমিট্যান্স প্রবাহ বাড়ছে। 

এতে ব্যাংকগুলোর ডলার সংকট কিছুটা হলেও প্রশমিত হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।

তথ্যসূত্র: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

Logo