
পাকিস্তান ও ভারতের মধ্যকার বিদ্যমান পরিস্থিতিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পাকিস্তানের আকাশসীমা পরিহার করে ফ্লাইট পরিচালনা করছে। ফলে বিমানের টরন্টো, রোম ও লন্ডনগামী ফ্লাইটের সময়সূচিতে পরিবর্তন করা হয়েছে।
আজ শুক্রবার এক বিজ্ঞপ্তিতে বিমান এই তথ্য জানিয়েছে।
এয়ারলাইন্সটির দেওয়া তথ্য অনুযায়ী, ৯ থেকে ৩১ মে পর্যন্ত সময়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টরন্টো, লন্ডন ও রোম ফ্লাইটের পরিবর্তিত সময়সূচি হলো—
ঢাকা-টরন্টো ফ্লাইট বিজি৩০৫/৩০৬: ঢাকা থেকে ৩টা ৪৫ মিনিটের পরিবর্তে ৩টায় ছাড়বে। টরন্টো থেকে ছাড়ার সময় একই থাকবে।
ঢাকা-লন্ডন ফ্লাইট বিজি২০১/২০২: ঢাকা থেকে ৭টা ৪০ মিনিটের পরিবর্তে ৭টায় ছাড়বে। লন্ডন থেকে ছাড়ার সময় একই থাকবে।
শুধু বৃহস্পতিবারের জন্য (ঢাকা-লন্ডন): ঢাকা থেকে ৮টা ৫০ মিনিটের পরিবর্তে ৮টা ১০ মিনিটে ছাড়বে।
ঢাকা-রোম ফ্লাইট বিজি ৩৫৫/৩৫৬: ঢাকা থেকে ১১টা ৩০ মিনিটের পরিবর্তে ১০টা ৪৫ মিনিটে ছাড়বে। রোম থেকে ছাড়ার সময় একই থাকবে।