Logo
×

Follow Us

বাংলাদেশ

দক্ষ কর্মীই বাড়াতে পারে প্রত্যাশিত রেমিট্যান্স: সিপিডি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ মে ২০২৫, ২২:৪৫

দক্ষ কর্মীই বাড়াতে পারে প্রত্যাশিত রেমিট্যান্স: সিপিডি

সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে বাংলাদেশের জনশক্তি রফতানি ও প্রবাসী আয় বৃদ্ধির জন্য দক্ষ কর্মী গঠনের ওপর গুরুত্বারোপ করেছে। সিপিডির গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেমের মতে, দক্ষ মানবসম্পদের অভাবে দেশের রেমিট্যান্স আয় প্রত্যাশিত হারে বাড়ছে না, যা অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।

জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) সূত্রে জানা যায়, ২০২০ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত দেশের জনশক্তি রফতানি ২ লাখ থেকে ১৩ লাখ পর্যন্ত উন্নীত হলেও প্রবাসী আয় বাড়েনি। এই চার বছরে গড়ে প্রতি বছর দেশে আসা রেমিট্যান্সের পরিমাণ ছিল ২১.৭৬ বিলিয়ন ডলার। কিন্তু ২০২৪ সালে জনশক্তি রফতানি ১৩ লাখ থেকে কমে ১০ লাখে এলেও প্রবাসী আয় ৫.১৩ বিলিয়ন বেড়ে দাঁড়ায় ২৬.৮৯ বিলিয়ন ডলারে।

ড. মোয়াজ্জেম বলেন, "দক্ষ মানবসম্পদ গঠনের জন্য প্রশিক্ষণ ও শিক্ষা খাতে বিনিয়োগ বাড়ানো, রেমিট্যান্স প্রেরণে সহজ ও আকর্ষণীয় ব্যাংকিং চ্যানেল তৈরি এবং হুন্ডি প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে।"

তিনি আরো বলেন, "সরকার বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠাতে প্রণোদনা ২% থেকে বাড়িয়ে ২.৫% করেছে, তবে হুন্ডির উচ্চ রেটের কারণে এটি তেমন কার্যকর হচ্ছে না।"

সিপিডির প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়, বিদেশি ঋণ পরিশোধের চাপ বাড়ছে এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমছে, যা দেশের অর্থনীতির জন্য উদ্বেগজনক।

বিশেষজ্ঞরা মনে করেন, দক্ষ কর্মী গঠনের মাধ্যমে রফতানি বৃদ্ধি করা এবং প্রবাসী আয়ের প্রবাহ নিশ্চিত করা দেশের অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য অত্যন্ত জরুরি।

তথ্যসূত্র: সিপিডি প্রকাশিত প্রতিবেদন

Logo